ঢাকা, মঙ্গলবার, ২২ বৈশাখ ১৪৩২, ০৬ মে ২০২৫, ০৮ জিলকদ ১৪৪৬

ফ্রান্স

ফ্রান্সে চবি প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ গঠিত

ফারুক নওয়াজ, প্যারিস থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩৬, আগস্ট ১, ২০১৫
ফ্রান্সে চবি প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ গঠিত

ফ্রান্সে প্রবাসী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে সাবেক শিক্ষার্থীদের নিয়ে ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ, ফ্রান্স’ এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়।



স্থানীয় সময় ৩১ জুলাই শুক্রবার প্যারিসে বাংলাদেশি অধ্যুষিত গার দু নর্দে একটি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সভায় সবার সম্মতিতে শহীদ উল্লাহ নিজামীকে আহ্বায়ক এবং রুহুল আজম মোহাম্মদ মোদাচ্ছেরকে সদস্য সচিব করে ১১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে যুগ্ম আহ্বায়ক হয়েছেন নুরুল আফছার চোধুরী বাবর এবং সহ সদস্য সচিব মনোনীত হন মোহাম্মদ আওরঙ্গজেব। অন্য সদস্যরা হলেন- আশরাফুল আলম মোজাদ্দেদ, করিম রিয়াজ ওমর, শিল্পী দে, মোহাম্মদ আসিফুর রহমান, চিত্ত লাল দাশ, রূপন বড়ুয়া, শাহনেওয়াজ রশীদ রানা।
 
নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়েছে বৃহত্তর চট্টগ্রাম পরিষদ।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৫
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।