ঢাকা, সোমবার, ২২ বৈশাখ ১৪৩২, ০৫ মে ২০২৫, ০৭ জিলকদ ১৪৪৬

স্বাস্থ্য

জাপান বাংলাদেশ ফ্রেন্ডশীপ নার্সিং ইনষ্টিটিউটের ৪০ সেবিকার শিরাবরণ

স্বাস্থ্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫৪, নভেম্বর ৬, ২০১৩
জাপান বাংলাদেশ ফ্রেন্ডশীপ নার্সিং ইনষ্টিটিউটের ৪০ সেবিকার শিরাবরণ

ঢাকা: বুধবার জাপান বাংলাদেশ ফ্রেন্ডশীপ হসপিটাল প্রাঙ্গণে হয়ে গেল জাপান বাংলাদেশ ফ্রেন্ডশীপ নার্সিং ইনষ্টিটিউট এর প্রথম ব্যচের ৪০জন সেবিকার শিরাবরণ অনুষ্ঠান।

বুধবার দুপুর দেড়টায় আয়োজিত ওই অনুষ্ঠানে ৪০ জন সেবিকাকে ক্যাপ পরিয়ে দেওয়া হয়।

এ সময় ৪০টি প্রজ্জ্বলিত মোমবাতি হাতে নিয়ে মানব সেবার শপথ গ্রহণ করেন সেবিকারা।

অনুষ্ঠানে আগত অতিথিরা দেশে চিকিৎসা সেবার মান কিভাবে উন্নত করা যায় এবং একজন সেবিকা কিভাবে তার ওপর অর্পিত দায়িত্ব পালন করবেন সে বিষয়ে বিশদ আলোচনা করা হয।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাপান বাংলাদেশ ফ্রেন্ডশীপ হসপিটাল এবং জাপান বাংলাদেশ ফ্রেন্ডশীপ নার্সিং ইনিষ্টিটিউট এর মাননীয় চেয়ারম্যান প্রফেসর ডা. সরদার এ নাঈম।

এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাপান বাংলাদেশ ফ্রেন্ডশীপ নার্সিং ইনস্টিটিউট  এর কো-চেয়ারম্যান  প্রফেসর  ডা. জোনাইদ শফিক , ম্যানেজিং ডাইরেক্টর প্রফেসর ড. জি ইউ আহসান ও গভর্নিং বডির সদস্য প্রফেসর ডোনাল্ড জেমস গোমেজ।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৩
আরআই/এমজেডআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।