ঢাকা, সোমবার, ২২ বৈশাখ ১৪৩২, ০৫ মে ২০২৫, ০৭ জিলকদ ১৪৪৬

স্বাস্থ্য

সিআরপিকে অ্যাম্বুলেন্স দিলো জনতা ব্যাংক

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৩, ডিসেম্বর ২৪, ২০১৩

ঢাকা: পক্ষাঘাতগ্রস্ত রোগীদের জরুরি চিকিৎসা প্রদানের সুবিধার্থে সাভারের পক্ষাঘাতগ্রস্ত পুর্নবাসন কেন্দ্রকে (সিআরপি) একটি নতুন অ্যাম্বুলেন্স অনুদান হিসেবে দিয়েছে জনতা ব্যাংক লিমিটেড।

মঙ্গলবার ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল বারাকাত সিআরপির প্রতিষ্ঠাতা ও সমন্বয়ক ভ্যালোরি এ টেইলরের হাতে অ্যাম্বুলেন্সের চাবি তুলে দেন।


 
এ সময় ব্যাংকের সিইও অ্যান্ড এমডি এস এম আমিনুর রহমান, ডিএমডি মো. ইফতিখার-উজ-জামান, জিএম মো. সিরাজুল ইসলাম এবং সিআরপির নির্বাহী পরিচালক মো. শফিক-উল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা,ডিসেম্বর ২৪, ২০১৩
সম্পাদনা: অনিক তরফদার/শরিফুল ইসলাম নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।