ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

রাশিফল

প্রেমে বিব্রত বৃষ, সন্দেহ সংশয়ে সিংহ

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০২ ঘণ্টা, জুলাই ২১, ২০১৬
প্রেমে বিব্রত বৃষ, সন্দেহ সংশয়ে সিংহ

আজ কেমন যাবে
তারিখ- ২১/০৭/২০১৬

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)  
কর্মক্ষেত্রে কোনো সহকর্মীর সঙ্গে আপনার নাম জড়িয়ে অন্য কোনো সহকর্মী নেতিবাচক বক্তব্য ছড়াতে পারে। প্রেমযোগ শুভ।

দাম্পত্যে ইতিবাচক ফল লাভ হবে। আর্থিক দিকটি শুভ।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৬

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে) 
হাতের নাগালে পেয়েও সুযোগ হাতছাড়া হবে। আপনাকে সামান্য ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করতে পারে পরিচিত কোনো মানুষ। প্রেম নিয়ে কিছু সংশয় আপানকে বিব্রত করবে। পরিবারের অমতে করা কোনো কাজ আপনাকে মানসিক যন্ত্রণা দিতে পারে। শুভ দিক দক্ষিণ।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৯

মিথুন: (২২মে – ২১ জুন) 
আপনাকে আর্থিক প্রলোভন দেখানো হতে পারে। কাছের কোনো মানুষের চক্রান্তের ফলে আপনার বিড়ম্বনার না বাড়ে সেদিকে খেয়াল রাখুন। কর্মক্ষেত্রে সমস্যা বাড়তে পারে। প্রেম নিয়ে সমস্যা থাকবে। দাম্পত্যে রয়েছে মিশ্র ফল।

শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ৮

কর্কট: (২২ জুন – ২২ জুলাই) 
আপনার ওপর চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত নিয়ে মুখ খুললে প্রাথমিক অবস্থায় কিছুটা সমস্যা আসতে পারে। প্রাথমিক সমস্যা সময়ের সঙ্গে কেটে যাবে। প্রেম নিয়ে আপনার পরিকল্পনা সফল হওয়ার সম্ভাবনা রয়েছে।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৭

সিংহ: (২৩ জুলাই  - ২৩ আগস্ট)  
ছোট-ছোট ঘটনায় আপনার কারোর ওপর সন্দেহ জাগতে পারে। কর্মচারী এবং সহকর্মীদের গতিবিধির দিকে নজর রাখুন। আপনার পেছনে চলা চক্রান্তের হাদিস পেতে পারেন। প্রেমযোগে বাধা আছে। শুভ দিক পশ্চিম।

শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ২ 

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)  
বর্তমান সময়ে আপনার হাতে অর্থ আসবে কিন্তু কিছুই সঞ্চয় হবে না। পরিবারে আপনার হিসেব করা অর্থের বেশি খরচ হবে। প্রেম নিয়ে সমস্যা কিছুটা মেটার সম্ভাবনা আছে। যাত্রা শুভ।  

শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৯

তুলা: (২৪ সেপ্টেম্বর  – ২৩ অক্টোবর) 
আয়ের ক্ষেত্রে কিছু সমস্যা হতে পারে। ব্যবসায়ীদের ব্যবসার দিকে বেশি নজর দিতে হবে। প্রেম নিয়ে মানসিক অস্থিরতা থাকবে। শুভ দিক পশ্চিম।

শুভ রং সাদা, শুভ সংখ্যা : ১

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) 
আপনার উন্নতি কোনো আত্মীয়ের হিংসার কারণ হতে পারে। গোপনে আপনার কাজের ক্ষতি করার চেষ্টা হতে পারে। ব্যবসায় নতুন সমস্যা আদেখা রবে। প্রেমযোগ শুভ।

শুভ রং : নীল,  শুভ সংখ্যা : ৮

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) 
নতুন চাকরি বা নতুন ব্যবসা শুরুরযোগ আছে। প্রেমযোগ শুভ। দাম্পত্যযোগে সমস্যা আছে। পারিবারিক সমস্যা বড় আকার নিতে পারে। শুভ দিক উত্তর।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৪

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)  
হুজুগে মেতে অর্থ ব্যায়েরযোগ। প্রেম নিয়ে একাধিক ব্যক্তির মতামত আপনাকে সমস্যায় ফেলবে। কর্মে উন্নতির সম্ভাবনা। কোনো শুভ খবর আসতে পারে।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৬

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)  
আপনার ব্যর্থতার কারণ আপনার নেতিবাচক চিন্তা। কাজ শুরু করার আগে পরিকল্পনা করে নিন। ধাপে ধাপে এগোলে সফলতা আসবে। প্রেমযোগ শুভ।  শুভ দিক দক্ষিণ।

শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ৭

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) 
নতুন পরিচিত মানুষকে অন্ধভাবে বিশ্বাস করবেন না। প্রেমযোগ শুভ। কর্মে উন্নতিতে বাধা আসবে। পরিবারের কেউ আপনার বিরুদ্ধে আপনার পরিবারের অন্য সদস্যদের ভুল বোঝাতে পারে।

শুভ রং : বাদামি,  শুভ সংখ্যা : ১

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, জুলাই ২১, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।