ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ভারত

এখনই বিজয় মিছিল করবেন না: মমতা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৫ ঘণ্টা, মে ২, ২০২১
এখনই বিজয় মিছিল করবেন না: মমতা ...

পশ্চিমবঙ্গে বিজেপিকে হারিয়ে ক্ষমতায় আসতে যাচ্ছে তৃণমূল। তুমুল লড়াইয়ের পর শুভেন্দুকে হারিয়ে নন্দীগ্রামে জিতেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও।

দলটির সমর্থকরা উল্লাস শুরু করে দিয়েছে। এরমধ্যেই তৃণমূল সুপ্রিমো সমর্থকদের উদ্দেশ্যে বার্তা দিলেন, কোভিড বিধি মেনে এখনই বিজয় মিছিল করবেন না।

রোববার (০২ মে) সকাল থেকে পশ্চিমবঙ্গে ভোট গণনা শুরু হয়।

সকাল থেকেই ভোটের ফলাফল আসার পর থেকেই উচ্ছ্বাস বাড়তে থাকে তৃণমূল শিবিরে। ধীরে ধীরে বিজেপির চেয়ে তৃণমূলের আসন বাড়তে থাকে। এরমধ্যে নন্দীগ্রাম আসনে মমতা-শুভেন্দুর মধ্যে লড়াই হয়েছে হাড্ডাহাড্ডি। তবে শেষ হাসি হেসেছেন মমতাই।

শেষ খবর পাওয়া পর্যন্ত পশ্চিমবঙ্গে ২৯২ আসনের মধ্যে মমতার তৃণমূল এগিয়ে ২১৯ আসনে। বিজেপি এগিয়ে রয়েছে ৭২ আসনে।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, মে ০২, ২০২১
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।