ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ভারত

বিশ্বের তৃতীয় বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম হতে চলেছে রাজস্থানের জয়পুর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৫ ঘণ্টা, জুলাই ৪, ২০২১
বিশ্বের তৃতীয় বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম হতে চলেছে রাজস্থানের জয়পুর

কলকাতা: বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম তৈরি হয়েছে ভারতেই। গুজরাটের আহমেদাবাদের নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামের পরে এবার বিশ্বের তৃতীয় বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামও ভারতেই নির্মিত হতে চলেছে রাজস্থানে জয়পুরে।

এই স্টেডিয়ামে দর্শক ধারণক্ষমতা হবে ৭৫ হাজার। এটি বানাতে খরচ হবে ৩০০ কোটি রুপি। শনিবার (৩ জুলাই) রাজস্থান ক্রিকেট একাডেমি তরফে এমনটাই জানানো হয়েছে।

রাজস্থান একাডেমির ক্রিকেট প্রেসিডেন্ট বৈভব গেহলত জানিয়েছেন, আড়াই বছরের মধ্যেই জয়পুর-দিল্লি হাইওয়ের ধারে চম্প গ্রামে স্টেডিয়ামটি নির্মাণ হবে। বিশ্বের তৃতীয় বৃহত্তম স্টেডিয়ামে একসঙ্গে বসে ৭৫ হাজার দর্শক ক্রিকেট উপভোগ করতে পারবেন।

তিনি জানিয়েছেন, দুটো পর্যায়ে স্টেডিয়ামের নির্মাণের কাজ সম্পন্ন হবে। প্রথম পর্যায়ে ৪৫ হাজার দর্শকের সক্ষমতা থাকবে এবং দ্বিতীয় পর্যায়ে ৩০ হাজার দর্শকের সক্ষমতা বাড়বে। যেখানে ১১টি খেলার পিচ, দুটো প্র্যাকটিস গ্রাউন্ড, একটা ক্রিকেট একাডেমি, একটা হোস্টেল, পার্কিং ফেসিলিটি, স্পোর্টস ক্লাব, হোটেল এবং জিম থাকবে। দুটো পর্যায়ের নির্মাণ সম্পন্ন হতে মোট ৫ বছর লাগবে। এজন্য বিসিসিআই থেকে ১০০ কোটি রুপি দেবে। বাকি ব্যাঙ্ক লোন বাবদ নেওয়া হবে। চলতি বছরের সেপ্টেম্বর থেকেই শুরু হবে নির্মাণের কাজ।

প্রসঙ্গত, আহমেদাবাদে নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে একসঙ্গে ১ লাখ ৪০ হাজার দর্শক একসঙ্গে বসতে পারেন। মেলবোর্নে রয়েছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম। যেখানে ১ লাখের বেশি দর্শক একসঙ্গে বসে খেলা দেখতে পারেন। এই তালিকতেই তৃতীয় স্থানে নাম লেখাতে চলেছে জয়পুর ক্রিকেট স্টেডিয়াম। যেখানে একসঙ্গে ৭৫ হাজার দর্শক খেলা দেখতে পারবেন।  

বাংলাদেশ সময়: ০৮০০ ঘণ্টা, জুলাই ০৪, ২০২১
ভিএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।