ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ভারত

২৩ জুলাই ভারতজুড়ে হরতাল ডেকেছে সিআইটিইউ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৫ ঘণ্টা, জুলাই ১৬, ২০২১
২৩ জুলাই ভারতজুড়ে হরতাল ডেকেছে সিআইটিইউ

আগরতলা (ত্রিপুরা): প্রতিরক্ষা বিষয়ক অর্ডিন্যান্স জারির প্রতিবাদে ভারতজুড়ে আগামী ২৩ জুলাই হরতাল ডেকেছে সেন্টার ফর অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়নের (সিআইটিইউ) ত্রিপুরা রাজ্য কমিটি।

শুক্রবার (১৬ জুলাই) আগরতলায় অফিস লেন এলাকায় সিআইটিইউ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে হরতালের ঘোষণা দেন ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক ও সাবেক এমপি শঙ্কর প্রসাদ দত্ত।

ওই সারা দেশের সঙ্গে ত্রিপুরা রাজ্যেও হরতাল পালন করা হবে। এ জন্য তিনি রাজ্যবাসীর সহযোগিতা চেয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, জুলাই ১৬, ২০২১
এসসিএন/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।