ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ভারত

উত্তরপ্রদেশে পাঠ্যসূচি থেকে বাদ রবি ঠাকুরের গল্প ‘ছুটি’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৮ ঘণ্টা, জুলাই ১৭, ২০২১
উত্তরপ্রদেশে পাঠ্যসূচি থেকে বাদ রবি ঠাকুরের গল্প ‘ছুটি’

কলকাতা: ভারতের উত্তরপ্রদেশের শিক্ষা বোর্ডের দ্বাদশ শ্রেণির পাঠ্যসূচি থেকে বাদ পড়লো রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প ‘ছুটি’। রাজ্যটিতে গল্পটি পড়ানো হতো ইংরেজি অনুবাদ ‘দ্য হোম কামিং’।

এর সঙ্গে বাদ পড়েছে ভারতের সাবেক রাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রবন্ধ ‘দ্য উইমেনস এডুকেশন’।

এছাড়া দ্বাদশ শ্রেণির সিলেবাস থেকে বাদ পড়েছে আর কে নারায়ণের গল্প ‘অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে’, মুকুল আনন্দের ‘দ্য লস্ট চাইল্ড’। এমনকি বাদ দেওয়া হলো শেলির মতো কবির কবিতাও। বাদ গিয়েছে সরোজিনী নায়ডুর কবিতা ‘দ্য ভিলেজ সং’ সহ আরও কয়েকজন কিংবদন্তির লেখা।

তার বদলে উত্তরপ্রদেশ সরকারের সুপারিশ অনুযায়ী যুক্ত করা হয়েছে রামদেবের বই ‘যোগ চিকিৎসা রহস্য’ এবং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের লেখা ‘হঠযোগ স্বরূপ এবং সাধনা’।  যা নিয়েও জোর বিতর্ক শুরু হয়েছে দেশজুড়ে।

তবে উল্লেখযোগ্যভাবে রাজ্যটিতে চলতি বছর থেকে দশম এবং দ্বাদশ শ্রেণির ন্যাশনাল কাউন্সিল অব এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং (এনসিইআরটি) সিলেবাস চালু করেছে যোগী সরকার।

বাংলাদেশ সময়: ০১৫০ ঘণ্টা, জুলাই ১৭, ২০২১
ভিএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।