ঢাকা, সোমবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প

সেলফি প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কৃত করলো ভিশন

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৯ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৭
সেলফি প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কৃত করলো ভিশন সেলফি প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কৃত করলো ভিশন

ঢাকা: রমজান উপলক্ষে সেলফি তোলা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কৃত করেছে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী প্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপের ভিশন ইলেকট্রনিক্স।

সম্প্রতি রাজধানীর প্রাণ-আরএফএল সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে দশজন বিজয়ীর হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়।

বুধবার (৩০ আগস্ট) প্রতিষ্ঠানটির পক্ষ থেকে পাঠানো এ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রতিযোগিতায় বিজয়ীদের প্রথম নাশিয়াত আসিফ, দ্বিতীয় রহমান লামিয়া ও তৃতীয় তমা জামান পেয়েছেন যথাক্রমে ভিশন রেফ্রিজারেটর, মাইক্রোওয়েভ ওভেন ও ব্লেন্ডার। এছাড়া আরশাদ মুরাদ, ফারজানা ববি, অনিকা উলফাত, ফাহমিদা এলাহী অন্তরা, রাধা সেন, রিমি রহমান ও শায়লা উর্মি পেয়েছেন ভিশন ব্র্যান্ডের বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্য।

এসময় উপস্থিত ছিলেন- ভিশন ইলেকট্রনিক্সের ব্র্যান্ড ম্যানেজার রকিব আহমেদ ও মুহিত চক্রবর্তী।

রমজান উপলক্ষে পরিবারের নারী সদস্যদের সেহরি কিংবা ইফতারের সময় রান্নায় সহায়তা করে সেলফি তোলা প্রতিযোগিতার আয়োজন করে ভিশন ইলেকট্রনিক্স। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা তাদের সেলফি তুলে ভিশন ইলেকট্রনিক্সের ফেসবুক পেজে পাঠিয়ে দিয়ে প্রতিযোগিতায় অংশ নেয়।

গত ৮ থেকে ২৫ জুন চলা এ প্রতিযোগিতায় অংশ নেয় প্রায় ১০ হাজার প্রতিযোগী। এদের মধ্যে থেকে ১০ জনকে বিজয়ী ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৭
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।