ঢাকা, মঙ্গলবার, ১৯ ফাল্গুন ১৪৩১, ০৪ মার্চ ২০২৫, ০৩ রমজান ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

সৌর ব্যতিচারে স্যাটেলাইটের সম্প্রচার কার্যক্রমে বিঘ্ন ঘটবে 

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৫ ঘণ্টা, মার্চ ৪, ২০২৫
সৌর ব্যতিচারে স্যাটেলাইটের সম্প্রচার কার্যক্রমে বিঘ্ন ঘটবে 

ঢাকা: সৌর ব্যতিচারের কারণে আগামী ৭ থেকে ১৩ মার্চ পর্যন্ত বাংলাদেশ স্যাটেলাইটের সম্প্রচার কার্যক্রমে সাময়িক বিঘ্ন ঘটবে বলে জানিয়েছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)।  
মঙ্গলবার (৪ মার্চ) বিএসসিএলের জনসংযোগ মুখপাত্র ওমর হায়দার পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

এতে বলা হয়, সব স্যাটেলাইটের জন্য সৌর ব্যতিচার একটি সাধারণ মহাকাশীয় ঘটনা, যা বছরে দুইবার ঘটে থাকে। সৌর ব্যতিচারের কারণে স্যাটেলাইট নির্ভর সম্প্রচার কার্যক্রমে সাময়িক বিঘ্ন ঘটে থাকে।  

বাংলাদেশ স্যাটেলাইট-১ এর ক্ষেত্রে সৌর ব্যতিচারের কারণে আগামী ৭ থেকে ১৩ মার্চ পর্যন্ত প্রতিদিন কিছু সময় ধরে সম্প্রচার কার্যক্রমে বিঘ্ন ঘটতে পারে। বিএসসিএল ব্যতিচার সতর্কভাবে পর্যবেক্ষণ করবে।  
৭ মার্চ সকাল ৯টা ৫৩ মিনিট থেকে ১০টা ১মিনিট মোট ৮ মিনিট, ৮ মার্চ সকাল ৯টা ৫২ মিনিট থেকে ১০টা ২ মিনিট মোট ১০ মিনিট, ৯ মার্চ ৯টা ৫১ মিনিট থেকে ১০টা ৩মিনিট মোট ১২ মিনিট, ১০ মার্চ ৯টা ৫০ মিনিট থেকে ১০টা ৩ মিনিট মোট ১৩ মিনিট, ১১ মার্চ ৯টা ৫০ মিনিট থেকে ১০টা ৩ মিনিট মোট ১৩ মিনিট, ১২ মার্চ ৯টা ৫০ মিনিট থেকে ১০টা ২ মিনিট মোট ১২ মিনিট এবং ১৩ মার্চ ৯টা ৫১ মিনিট থেকে ১০টা মোট ৯ মিনিট বিঘ্ন ঘটতে পারে।  

এতে আরও বলা হয়, দেশের প্রথম স্যাটেলাইট বাংলাদেশ স্যাটেলাইট-১ এর মাধ্যমে বর্তমানে দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানকে সম্প্রচার ও টেলিযোগাযোগ সেবা প্রদান করে থাকে।  

বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, মার্চ ০৪, ২০২৫
এমআইএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তথ্যপ্রযুক্তি এর সর্বশেষ