ঢাকা, বুধবার, ৩১ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

দেশব্যাপী শুরু মোবাইল গেমিং প্রতিযোগিতা ‘মেইড ইন বাংলাদেশ’

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩১, অক্টোবর ২৬, ২০১৪
দেশব্যাপী শুরু মোবাইল গেমিং প্রতিযোগিতা ‘মেইড ইন বাংলাদেশ’

বাংলাদেশে প্রথমবারের মতো শুরু হয়েছে দেশব্যাপী মোবাইল গেমিং প্রতিযোগিতা ‘মেইড ইন বাংলাদেশ’। অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহারকারীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে (Dextris Halloween" (goo.gl/R46e1k) ‘ডেক্সট্রিস হ্যালোইন’) নামের গেমটি খেলতে পারবেন।

অংশগ্রহণকারী প্রতিযোগিদের জন্য রয়েছে আকর্ষনীয় পুরস্কার জেতার সুযোগ।

প্রতিযোগিতা চলবে ১৬ ডিসেম্বর পর্যন্ত। সর্বোচ্চ স্কোরধারী দুইজনকে এদিন পুরস্কার হিসেবে দেয়া হবে অ্যান্ড্রয়েড চালিত ‘ওয়ালটন এইচ২’ এবং সিম্ফনি গোফক্সএফ১৫’ ফায়ারফক্স স্মার্টফোন। আর প্রতি সপ্তাহে শীর্ষ দশজন স্কোরধারীর জন্য থাকছে তাদের প্রাপ্ত স্কোরের দ্বিগুণ মোবাইল রিচার্জ। আর সপ্তাহে সর্বোচ্চ স্কোরধারীরা পাবেন প্রাপ্ত স্কোরের ১০ গুণ পরিমান মোবাইল রিচার্জ। আর পরবর্তী নয়জন পাবেন স্কোরের দ্বিগুন পরিমান রিচার্জ। এটাও চলবে ১৬ ডিসেম্বর পর্যন্ত।

অংশগ্রহণের জন্য যা করতে হবে---
* প্রতিযোগিকে অবশ্যই বাংলাদেশি হতে হবে।
* গুগল প্লে’তে সাইন ইন করে খেলতে হবে যাতে “গুগল প্লে লিডার বোর্ড” থেকে রেঙ্ক দেখা যায়। অফলাইনে কোনো স্কোর গ্রহণযোগ্য নয়।
* ফেসবুক #MadeInBangladesh হ্যাশট্যাগ দিয়ে স্কোর শেয়ার করতে হবে।
* একজন সর্বোচ্চ স্কোরধারী কেবল এক সপ্তাহে দশগুন মোবাইল রিচার্জের জন্য মনোনীত হবে।
* এছাড়া কেমন লাগল তা জানিয়ে গুগল প্লে’তে রেটিং এবং রিভিউ দিতে হবে।

তবে প্রতিষ্ঠানের ‘টেকনেক্সটের’ সাথে সম্পৃক্ত কেউ এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেনা।

উল্লেখ্য, ‘ডেক্সট্রিস হ্যালোইন’ গেমটি তৈরি করেছে বাংলাদেশি তরুণদের নিয়ে গঠিত ‘টেকনেক্সট’ নামের মোবাইল গেম ডেভেলপমেন্ট প্রতিষ্ঠান। মূলত বাংলাদেশে যে বিশ্বমানের গেম তৈরি হচ্ছে তা প্রচারের উদ্দেশ্যেই টেকনেক্সট এ প্রতিযোগিতার আয়োজন করেছে।
আরো জানা যাবে:

http://technextit.com/Made-In-Bangladesh/
www.facebook.com/technextit

Play Store Game Link: goo.gl/R46e1k

বাংলাদেশ সময়: ১৪৩১ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তথ্যপ্রযুক্তি এর সর্বশেষ