ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ইনফিনিক্স মোবাইলের মার্কেটিং বিভাগের প্রধান হলেন মনজুরুল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫৯, এপ্রিল ৮, ২০২০
ইনফিনিক্স মোবাইলের মার্কেটিং বিভাগের প্রধান হলেন মনজুরুল

ঢাকা: ইনফিনিক্স মোবাইল বাংলাদেশে যুক্ত হলেন মনজুরুল কবির সুজন। চলতি বছরের ১ এপ্রিল থেকে তিনি ট্রানশান হোল্ডিংস লিমিটেডের ইনফিনিক্স মোবাইল বাংলাদেশের হেড অব মার্কেটিং হিসেবে কাজ শুরু করেছেন।

এক প্রেস বিজ্ঞপ্তিতে মনজুরুল কবির সুজন বলেন, ইনফিনিক্স মোবাইল বাংলাদেশ চলতি বছরে বেশকিছু ভালো হ্যান্ডসেন্ট নিয়ে কাজ করবে। ক্রেতাবান্ধব হবে ইনফিনিক্সের হ্যান্ডসেটগুলো।

আশা করছি, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই আমরা কাজে ফিরবো।

এর আগে তিনি হুয়াওয়ে কনজ্যুমার বিজনেস গ্রুপের (বাংলাদেশ) সিনিয়র মার্কেটিং ম্যানেজার হিসেবে কাজ করেছেন পাঁচ বছর। এছাড়া জি ফাইভ মোবাইলে মার্কেটিং ম্যানেজার হিসেবে দুই বছর কাজ করেছেন।

মনজুরুল কবির সুজন অস্ট্রেলিয়ার সিডনি থেকে এমবিএ (মার্কেটিং)। এ ছাড়া মার্কেটিংয়ের ওপর ট্রেনিং করেছেন থাইল্যান্ড, মালয়েশিয়া, ভারতসহ অনেক দেশে।

বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০২০
ইইউডি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।