ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কিয়েভে বিস্ফোরণের শব্দ, ১০টি ড্রোন ভূপাতিত করার দাবি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০১ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২২
কিয়েভে বিস্ফোরণের শব্দ, ১০টি ড্রোন ভূপাতিত করার দাবি

ইউক্রেনের রাজধানী কিয়েভের কেন্দ্রস্থলে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

শহরটি মেয়র ভিটালি ক্লিটসকো জানিয়েছেন, স্থানীয় সময় বুধবার (১৪ ডিসেম্বর) ভোরের দিকে বিস্ফোরণে সেন্ট্রাল শেভচেনকিভস্কি জেলা কেঁপে ওঠে।

সেখান জরুরি পরিষেবা পাঠানো হয়েছে।

কিয়েভের গভর্নর ওলেক্সি কুলেবা বলেছেন, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে। আশ্রয়কেন্দ্র ও নিরাপদ স্থানে থাকা এখন গুরুত্বপূর্ণ। রাশিয়া আমাদের বিরুদ্ধে তার শক্তি সন্ত্রাস চালিয়ে যাচ্ছে। কিন্তু এতে করে আমরা প্রতিদিন আরও শক্তিশালী হয়ে উঠছি।

এদিকে বিমান হামলার সাইরেন বাজানোর কিছুক্ষণ পর সেখানে অবস্থানরত বিবিসির সাংবাদিক বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পান।

উল্লেখ্য, গত অক্টোবর থেকে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করে রাশিয়া বারবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে।

হামলার পর কিয়েভ মেয়র জানিয়েছেন, বিমান প্রতিরক্ষা বাহিনী বুধবার ভোরে ইরানের তৈরি ১০টি শাহেদ ড্রোন ভূপাতিত করেছে।

শহরের সামরিক প্রশাসন জানিয়েছে, একটি ড্রোনের টুকরো শহরের কেন্দ্রস্থলে দুটি প্রশাসনিক ভবনে আঘাত করেছে। হতাহতের বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, ১৪ ডিসেম্বর, ২০২২
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।