ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

তুরস্কে ভূমিকম্প, সিরিয়ার পরিস্থিতি ‘বিপর্যয়কর’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২৩
তুরস্কে ভূমিকম্প, সিরিয়ার পরিস্থিতি ‘বিপর্যয়কর’

সিরিয়ার সীমান্তবর্তী দক্ষিণ-পূর্ব তুরস্কের গাজিয়ানটেপে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৭.৮।

স্থানীয় সময় সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোর ৪টা ১৭ মিনিটে গাজিয়ানটেপ শহরের কাছে ১৭.৯ কিলোমিটার গভীরতায় এটি আঘাত হানে।

এদিকে ভূমিকম্পে উত্তর-পশ্চিম সিরিয়ার পরিস্থিতিকে ‘বিপর্যয়কর’ বলে বর্ণনা করছে সেখানকার সিভিল ডিফেন্স।

সিরিয়ান সিভিল ডিফেন্স বলছে, ভূমিকম্পে পুরো ভবন ধসে পড়েছে। অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে।

কর্তৃপক্ষের তরফ থেকে বাসিন্দাদের ঘর থেকে বের হয়ে খোলা জায়গায় জড়ো হওয়ার আহ্বান জানানো হয়েছে।

সিরিয়ার অ্যাটমেডের একজন চিকিৎসক বার্তা সংস্থা দ্য অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেছেন, শুধুমাত্র উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহরেই অন্তত ১১ জন মারা গেছেন।

ডা. মুহিব কাদ্দুর আরও জানান, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন আরও অনেকে।

‘আমরা আশঙ্কা করছি, মৃতের সংখ্যা শতাধিক’ তিনি এপিকে বলেছেন।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, উত্তর সিরিয়া, সাইপ্রাস ও লেবানন জুড়ে এ ভূমিকম্প অনুভূত হয়েছিল।

সূত্র- আল জাজিরা

বাংলাদেশ সময়: ১০৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।