ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাজ্য সফরে গিয়ে জেলেনস্কি যুদ্ধবিমান চাইলেন 

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২৩
যুক্তরাজ্য সফরে গিয়ে জেলেনস্কি যুদ্ধবিমান চাইলেন 

স্বাধীনতার জয় হবে... আমরা জানি রাশিয়া পরাজিত হবে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আকস্মিক যুক্তরাজ্য সফরে এসে পার্লামেন্টে দেওয়া ভাষণে এসব কথা বলেন।

 

বুধবার যুক্তরাজ্য সফরে যান জেলেনস্কি। বিমানবন্দরে প্রধানমন্ত্রী ঋষি সুনাক তাকে স্বাগত জানান।  

ইউক্রেন যুদ্ধ শুরুর পর এটি জেলেনস্কির দ্বিতীয় কোনো সফর।

জেলেনস্কি বলেন, আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিজয়ের পদযাত্রায় যুক্তরাজ্য আমাদের সঙ্গে ছিল।

পশ্চিমাদের কাছে ফাইটার জেট বা যুদ্ধবিমান চেয়ে  তিনি বলেন, ইউক্রেনের জন্য যুদ্ধবিমান অর্থাৎ স্বাধীনতার জন্য ডানা প্রয়োজন।  

ইউক্রেনকে সমর্থন দেওয়ার জন্য জেলেনস্কি যুক্তরাজ্যকে ধন্যবাদ জানান। তিনি সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনকে প্রশংসায় ভাসান।

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা অব্যাহত রাখতে যুক্তরাজ্য ও পশ্চিমাদের প্রতি আহ্বান জানান জেলেনস্কি।  

পার্লামেন্টে ভাষণ দেওয়ার পর জেলেনস্কি রাজা চার্লসের সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর তার গন্তব্য প্যারিসে।  

প্যারিসে গিয়ে তিনি ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে সাক্ষাৎ করবেন। তাদের সঙ্গে সাক্ষাৎ করতে আসবেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ।

বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।