ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সন্তানদের জন্য ধ্বংসস্তূপের পাশে বাবার অপেক্ষা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৩
সন্তানদের জন্য ধ্বংসস্তূপের পাশে বাবার অপেক্ষা

তুরস্কের আন্তাকিয়া শহরের বাসিন্দা হাসান গুনতেকিন। ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন তার স্ত্রী, সন্তান ও শাশুড়ি।

পরিবারের সদস্যরা এখনও বেঁচে আছেন, সেই আশায় তাদের জন্য ধ্বংসস্তূপের পাশে অপেক্ষা করছেন তিনি।

ভূমিকম্পের ষষ্ঠ দিনে হাসান গুনতেকিন আল জাজিরাকে বলেন, ‘আমার তিন সন্তানকে উদ্ধার করতে হবে। তাদের মধ্যে যদি একজনও বেঁচে থাকে, তাহলে সে-ই আমার বেঁচে থাকার আশা যোগাবে। ’

‘অন্যথায়, আমার বেঁচে থাকার কোনো মানে নেই। আমি কী করব জানি না। ঈদে কে আমাকে বাবা বলে ডাকবে?’

আন্তাকিয়ার এই বাসিন্দা বলেছেন, ভূমিকম্পের পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় তুর্কি সরকার ‘ব্যর্থ’ হয়েছে।

সরকারের সমালোচনা করে তিনি বলেন, তারা এত অসংগঠিত (তুর্কি সরকার) যে কিছুতেই কাজ করতে পারেনি।

তিনি বলেন, আমি এখানে (দুর্যোগ কবলিত এলাকায়) কোনো কর্মকর্তাকে দেখিনি, না সরকার থেকে, না মেয়র অফিসের। আমি কোনোভাবেই এখন আর তাদের দেখতে চাই না। তারা এখানে আসে না, কারণ তারা জানে আমরা তাদের দেখতে চাই না।

তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পের পর দীর্ঘ সময় অতিবাহিত হয়েছে গেছে। ভূমিকম্পে দেশ দুটিতে নিহত ২৮ হাজার ছাড়িয়েছে। ধ্বংসস্তূপে আটকে পড়াদের জীবিত উদ্ধারে এখনো অভিযান চললেও সেই আশা অনেকটা ম্লান হয়ে যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১২১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।