ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইউক্রেন ‘কঠিন’ শীতকাল কাটিয়ে উঠেছে: জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৩ ঘণ্টা, মার্চ ২, ২০২৩
ইউক্রেন ‘কঠিন’ শীতকাল কাটিয়ে উঠেছে: জেলেনস্কি

এক বছর পার হয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের। চলমান এই যুদ্ধ তীব্র শীতেও বন্ধ থাকেনি।

বরং মস্কোর আগ্রাসন মোকাবিলা করে ‘খুব কঠিন’ একটি শীতকাল সফলভাবে পার করেছে ইউক্রেন।

তাই ‘কঠিন’ এই শীত থেকে বেঁচে থাকার জন্য নিজের দেশের প্রশংসা করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘খুব কঠিন’ শীত থেকে বেঁচে থাকার জন্য নিজের দেশের প্রশংসা করেছেন প্রেসিডেন্ট জেলেনস্কি।

শীতে ইউক্রেনের জ্বালানি অবকাঠামো ও স্থাপনাগুলোতে রাশিয়া নিয়মিত হামলা করেছিল। এ কারণে লাখ লাখ মানুষ বিদ্যুৎহীন ও ঠান্ডায় নিমজ্জিত ছিলেন।

ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘আমরা এই শীত কাটিয়ে উঠেছি। এটি একটি খুব কঠিন সময় ছিল। এই সময়ে প্রতিটি ইউক্রেনীয় অসুবিধার সম্মুখীন হয়েছিল। কিন্তু আমরা এখনও ইউক্রেনকে বিদ্যুৎ এবং তাপ দিতে সক্ষম হয়েছি। ’

নিয়মিত ভাষণে জেলেনস্কি আরও বলেন, ‘আমাদের বিদ্যুৎ ব্যবস্থা এখনও হুমকিতে রয়েছে। ’

বাংলাদেশ সময়: ১১৩১ ঘণ্টা, মার্চ ০২, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।