ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

৪৮ ঘণ্টায় দেউলিয়া যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪১ ঘণ্টা, মার্চ ১১, ২০২৩
৪৮ ঘণ্টায় দেউলিয়া যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক

মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে দেউলিয়া হয়ে গেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি)। ব্যাংকটি যুক্তরাষ্ট্রের ১৬তম বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক হিসেবে স্বীকৃত।

এমন পরিস্থিতি দেশটির ব্যাংকিং খাতে দ্বিতীয় বিপর্যয় হিসেবে দেখা হচ্ছে।

বার্তা সংস্থা এপির খবরে বলা হয়েছে, শুক্রবার (১০ মার্চ) স্থানীয় সময় সকালে এসভিপি দেউলিয়া হয়ে গেছে বলে জানা যায়। নিউইয়র্কের নিউ স্টক এক্সচেঞ্জে এসভিবি ফিন্যান্সিয়াল গ্রুপ তাদের শেয়ার বাড়িয়েছে। এর আগে ভেঞ্চার ক্যাপিটালিস্টরা তাদের প্রিমার্কেট ট্রেডিং বন্ধ করে দেন।

যুক্তরাষ্ট্রের আর্থিক প্রতিষ্ঠানে ব্যর্থতার ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ঘটনা এটি। ব্যাংকের পরিচালনা কমিটির সদস্যরা দেশজুড়ে এসভিপির সমস্ত শাখা বন্ধের নির্দেশ দিয়েছেন। এর আগে ২০০৮ সালের ২৬ সেপ্টেম্বর ‘ওয়াশিংটন মিউচুয়াল ব্যাংক’ বন্ধের ঘটনাটি মার্কিন ইতিহাসে সবচেয়ে বড় আর্থিক প্রতিষ্ঠানে ব্যর্থতা ছিল।

খবরে বলা হয়েছে, এসভিপির তারল্য সংকটের মধ্যে কোম্পানিগুলো ব্যাংক থেকে তাদের অর্থ তুলে নেয়। গুরুতর আর্থিক ঘাটতিতে ভুগছে সিলিকন ভ্যালি ব্যাংক এমন গুজবের পর থেকে কোম্পানিগুলো অর্থ ফেরত নিতে শুরু করে। গ্রাহকরাও নিজেদের জমাকৃত অর্থ ব্যাংকে থেকে তুলে নেয়। এতে খালি হয়ে যায় ব্যাংকের ভল্ট।

ব্যাংক দেউলিয়া হলেও আগামী সোমবার (১৩ মার্চ) সকাল নাগাদ বিমা করা আমানতকারীরা তাদের অর্থ ফেরত পাবেন। এ তথ্য জানিয়েছে আর্থিক প্রতিষ্ঠানগুলোর তদারককারী সরকারি সংস্থা এফডিআইসি। তারা আরও জানায়, বিমাহীন আমানতকারীদের আগামী সপ্তাহের মধ্যে লভ্যাংশ দেওয়া হবে।

এ ঘটনায় মন্তব্যের জন্য যোগাযোগ করা হলে এসভিবি গ্রুপ কোনো মন্তব্য করতে রাজি হয়নি বলে জানিয়েছে এপি।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, মার্চ ১১, ২০২৩
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।