ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সিকিমে তুষারধসে ৭ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২৩
সিকিমে তুষারধসে ৭ জনের প্রাণহানি

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য সিকিমে তুষারধসে অন্তত সাতজনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন অন্তত ১৭ জন।

এতে ঠিক কতজন পর্যটক চাপা পড়েছেন, তা জানা যায়নি। খবর আল জাজিরা।

মঙ্গলবার যে সাতজন মারা গেছেন, তাদের সবাই পর্যটক। ৩০ জনের মতো লোক চাপা পড়ে থাকতে পারেন বলে ধারণা উদ্ধারকর্মীদের।

রাজধানী গ্যাংটকের উপকণ্ঠে চাঙ্গু লেকে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা তেনজিং লোদেন।  

যারা বেঁচে আছেন, তুষার সরিয়ে তাদের হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। পর্যটন স্থান নাথু লার পথে চীন সীমান্তের কাছে তুষারধস হয়।

সেনাবাহিনী বলছে, পাঁচ-ছয়টি যানে ৩০ পর্যটক নাথু লায় যাচ্ছিলেন। এর অবস্থান সিকিম ও তিব্বতের মাঝামাঝি।

সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, বেলা সাড়ে ১১টার দিকে দুর্ঘটনাটি ঘটে।  

বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।