ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মোদিকে ‘দ্য বস’ বললেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১১ ঘণ্টা, মে ২৩, ২০২৩
মোদিকে ‘দ্য বস’ বললেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

সিডনিতে ভারতীয় প্রবাসীদের জন্য আয়োজিত এক অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘দ্য বস’। খবর এনডিটিভি

মঙ্গলবার (২৩ মে) অনুষ্ঠানে পরিচিতি বক্তব্যে অ্যান্থনি নরেন্দ্র মোদিকে কিংবদন্তি রকস্টার ব্রুস স্প্রিংস্টিনের জনপ্রিয়তা সঙ্গে তুলনা করেন। ব্রুস স্প্রিংস্টিনও ভক্তদের কাছে ‘দ্য বস’ নামে পরিচিত।
  
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেন, শেষবার আমি মঞ্চে এমনভাবে যাকে দেখেছিলাম তিনি ব্রুস স্প্রিংস্টিন। প্রধানমন্ত্রী মোদি যে অভ্যর্থনা পেয়েছেন তা তিনি পাননি।

সিডনির কুদোস ব্যাংক অ্যারেনায় জড়ো হওয়া কয়েক হাজার মানুষ উচ্ছ্বাস ও করতালির মাধ্যমে মোদিকে স্বাগত জানান।

অনুষ্ঠানস্থলে দুই দেশের প্রধানমন্ত্রী এলে নরেন্দ্র মোদিকে ঐতিহ্যের সঙ্গে স্বাগত জানানো হয়। ভারতীয় নৃত্যশিল্পীদের নাচ দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

মোদির ভাষণের আগে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অনুষ্ঠানের পর আয়োজিত বৈঠকের বিষয়ে কথা বলেন।

বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, মে ২৩, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।