ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন ব্লিঙ্কেন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৯ ঘণ্টা, জুন ১৯, ২০২৩
শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন ব্লিঙ্কেন

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন বেইজিং সফররত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।

সোমবার (১৯ জুন) স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় তাদের এই সাক্ষাৎ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

খবর বিবিসি।

চীনা কর্মকর্তারাও নিশ্চিত করেছেন যে, শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন ব্লিঙ্কেন।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, মন্ত্রণালয় যথাসময়ে খবর প্রকাশ করবে।

একইসঙ্গে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ও সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছে।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, জুন ১৯, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।