ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে সামরিক বহরে হামলা, পাল্টা জবাবে নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫০ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২৩
পাকিস্তানে সামরিক বহরে হামলা, পাল্টা জবাবে নিহত ২ ছবি: সংগৃহীত

পাকিস্তানের বেলুচিস্তানের গোয়াদরে একটি সামরিক বহরে আক্রমণ করার পর নিরাপত্তা বাহিনীর পাল্টা জবাবে দুই সন্ত্রাসী নিহত হয়েছে।

রোববার (১৩ আগস্ট) এ ঘটনা ঘটে।

পাকিস্তানের সেনাবাহিনীর মিডিয়া বিষয়ক শাখা এ তথ্য নিশ্চিত করেছে।

দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক বিবৃতিতে জানিয়েছে, সন্ত্রাসীরা সকাল ১০টার দিকে ছোট অস্ত্র ও হাতবোমা ব্যবহার করে এ হামলা চালায়। সেনাবাহিনী দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে কোনো সামরিক বা বেসামরিক ব্যক্তিদের ক্ষতি ছাড়াই দুই সন্ত্রাসীকে হত্যা করতে সক্ষম হয়।

বিবৃতিতে আরও জানানো হয়, এ ঘটনার মধ্যদিয়ে সামরিক বাহিনী দেশে শান্তি ও সমৃদ্ধির শত্রুদের প্রচেষ্টাকে ব্যর্থ করার প্রত্যয়ের দৃষ্টান্ত দেখিয়েছে।

আইএসপিআর ওই হামলার আগে একটি বিবৃতিতে জানায়, সন্ত্রাসীদের উপস্থিতির খবর পেয়ে এলাকায় অভিযান শুরু করা হয়েছিল। নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলি বিনিময়ের সময় একজন জঙ্গি নিহত এবং তিনজন আহত হয়েছে।

পৃথকভাবে, করাচিতে চীনের কনস্যুলেট  ওয়েবসাইটে একটি বিবৃতিতে বলা হয়, চীনা শ্রমিকদের বহরে হামলা চালিয়েছিল সন্ত্রাসীরা। গোয়াদর বন্দর প্রকল্প থেকে চীনা শ্রমিকদের বহর বন্দর এলাকায় ফেরার পথে রাস্তার ধারে বোমা ও বন্দুক হামলার শিকার হয়। তবে হামলায় কোনো চীনা নাগরিক নিহত বা আহত হয়নি। সকাল ৯টা ১৭ মিনিটের সময় এ হামলার ঘটনা ঘটে।

কনস্যুলেট পাকিস্তানকে অপরাধীদের কঠোর শাস্তি দিতে এবং চীনা নাগরিক, প্রতিষ্ঠান ও প্রকল্পের নিরাপত্তা নিশ্চিত করতে দৃঢ় ও কার্যকর ব্যবস্থা নিতে বলেছে।

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি তার দল পিপিপির পক্ষ থেকে এক বিবৃতি দিয়ে এ হামলার নিন্দা জানিয়েছে।

সূত্র: ডন

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২৩
জেএইচ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।