ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মস্কোর পর আরেক দফা ড্রোন হামলা রাশিয়ায়, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩১ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২৩
মস্কোর পর আরেক দফা ড্রোন হামলা রাশিয়ায়, নিহত ৩

রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে ড্রোন হামলায় তিনজনের প্রাণ গেছে। মস্কোয় ড্রোন হামলার কয়েক ঘণ্টার মধ্যেই এই হামলার ঘটনা ঘটল বলে জানিয়েছেন রাশিয়ার কর্মকর্তারা।

খবর বিবিসি।  

বেলগোরোদের গভর্নর ভিয়াচেসলাভ গ্লাদকভ কিয়েভকে এই হামলায় দায়ী করেছে। স্থানটি ইউক্রেন সীমান্তে।  

তিনি দাবি করেন, লোকেরা যখন সড়কে ছিলেন, তখন ইউক্রেনীয় বাহিনী একটি বিস্ফোরক ডিভাইস চালু করেছিল।  

কিয়েভ কোনো হামলার ঘটনার দায় স্বীকার করেনি। রাশিয়ার অভ্যন্তরে হামলার বিষয়ে কিয়েভ খুব কমই মন্তব্য করে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, বেলগোরোদে প্রথম ড্রোন হামলার কয়েক ঘণ্টা পর এই অঞ্চলে দ্বিতীয় ড্রোন ধ্বংস করা হয়।

বেলগোরোদে ড্রোন হামলার পাশাপাশি মস্কোতেও ড্রোন হামলার খবর পাওয়া গেছে, যেখানে নির্মাণাধীন একটি ভবনে ড্রোনটি আঘাত হেনেছে, মেয়র সের্গেই সোবিয়ানিন এ কথা জানান।  

শহরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে মস্কো অঞ্চলের মোযহিস্ক এবং কিমকি জেলায় আরও দুটি হামলাকারী ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে।

এসব হামলায় হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। কারা এই হামলা চালিয়েছে, তাও পরিষ্কার নয়।

বুধবার মস্কোর সব বিমানবন্দরের বিমান চলাচল বন্ধ রাখা হয়েছিল। এর আগেও কয়েক দফা মস্কোয় বিমান চলাচল বন্ধ রাখতে হয়েছিল।

এর আগে মঙ্গলবার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের সলৎসি-২ বিমান ঘাটিতে ড্রোন হামলায় রাশিয়ার একটি দূরপাল্লার বোমারু বিমান তুপোলেভ তু-২২ ধ্বংস হয়ে গেছে। সেই সময়েও আরও দুটি হামলাকারী ড্রোন ধ্বংস করে দেয় রাশিয়া।

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২৩
আরএইচ  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।