ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

হাইকোর্টে জামিন চাইলেন ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩৩, সেপ্টেম্বর ১৬, ২০২৩
হাইকোর্টে জামিন চাইলেন ইমরান খান

সাইফার মামলায় জামিন পেতে ইসলামাবাদের হাইকোর্টে জামিন চেয়ে আদালতে আবেদন করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।

শনিবার (১৬ সেপ্টেম্বর) জামিনের আবেদন করেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান।

উল্লেখ্য, দুদিন আগে একটি বিশেষ আদালত একই মামলায় ইমরানের জাতিন বাতিল করে দিয়েছেন।

জিও এবং ডনের খবরে বলা হয়েছে, অ্যাটক জেলে বন্দি ইমরান খান জামিন পেতে একজন আইনজীবীর মাধ্যমে হাইকোর্টে আবেদন করেন।

আবেদনে তিনি উল্লেখ করেন, প্রসিকিউশন মিথ্যা ও বানোয়াট মামলা করেছে। অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট সম্পর্কিত মামলাগুলোর শুনানির জন্য তৈরি বিশেষ আদালত প্রসিকিউশনের বেশ কয়েকটি অনিয়ম ও বিতর্কিত বিষয়কে সম্পূর্ণ উপেক্ষা করেছে।

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২৩
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।