ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পশ্চিম তীরে ইসরায়েলি সহিংসতা বন্ধ করার আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৭ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২৩
পশ্চিম তীরে ইসরায়েলি সহিংসতা বন্ধ করার আহ্বান

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতা বন্ধ করার ক্ষেত্রে জরুরি পদক্ষেপ নিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।

ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য বেনি গান্তজের সঙ্গে ফোনালাপে ব্লিঙ্কেন এ আহ্বান জানান।

গেল ৭ অক্টোবর হামাস ইসরায়েলে হামলা চালানোর পর প্রধানমন্ত্রী নেতানিয়াহুর যুদ্ধকালীন মন্ত্রিসভা গঠিত হয়।  

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছে, পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের ক্রমবর্ধমান সহিংসতার মাত্রা মোকাবিলা করাসহ উত্তেজনা কমাতে জরুরিভাবে ইতিবাচক পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দেন অ্যান্টনি ব্লিঙ্কেন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী গাজায় মানবিক সহায়তা নিশ্চিত করা, হামাসের হাতে জিম্মি হওয়া লোকেদের মুক্তি নিশ্চিত করার পাশাপাশি যুদ্ধটি যাতে বড় সংঘাতে রূপ না নেয়, সেটির প্রচেষ্টা বাড়াতে এবং ত্বরান্বিত করার বিষয়ে আলোচনা করেন।  
 
জাতিসংঘের মানবিক সহায়তাবিষয়ক সংস্থা ওসিএইচএর দেওয়া তথ্য অনুযায়ী, হামাস-ইসরায়েল সংঘাত শুরু হওয়ার পর থেকে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতার মাত্রা বেড়েছে। প্রতিদিন গড়ে আগে যেখানে তিনি ঘটনা ঘটত, এখন তা সাতে দাঁড়িয়েছে।

ইসরায়েলি বাহিনী অধিকৃত পশ্চিম তীরে নতুন নতুন অভিযান চালাচ্ছে এবং গাজার প্রধান হাসপাতালগুলোতে সামরিক অভিযান অব্যাহত রেখেছে। ঠিক এমন সময় ব্লিঙ্কেনের এ আহ্বানের বিষয়টি এলো।

ফিলিস্তিনি বার্তাসংস্থা ওয়াফা বৃহস্পতিবার বলেছে, ইসরায়েলি বাহিনী উত্তরাঞ্চলীয় জেনিন শহরে তাণ্ডব চালিয়েছে। সেখানকার শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনী ৮০ সামরিক যান ও বুলডোজার মোতায়েন করে।  

বাংলাদেশ সময়: ১২৪৪ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।