ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মোসাদের ৪ গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২৩
মোসাদের ৪ গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে যুক্ত চার গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান।

শুক্রবার ইরানের বিচার বিভাগের সঙ্গে যুক্ত বার্তা সংস্থা ‘মিজান’ এ তথ্য জানিয়েছে।

ওই বার্তা সংস্থা আরও জানিয়েছে, ইহুদিবাদী শাসনের সঙ্গে জড়িত গুপ্তচর দলের ওই চার সদস্য মোসাদ কর্মকর্তাদের নির্দেশে দেশের নিরাপত্তার বিরুদ্ধে ব্যাপক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। শুক্রবার সকালে আইনি প্রক্রিয়া অনুসরণ করে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

মৃত্যুদণ্ড কার্যকর হওয়া চারজনের মধ্যে তিনজন পুরুষ। তারা হলেন-ভাফা হানারেহ, আরাম ওমারি এবং রহমান পারহাজো। অপরজন হলেন একজন নারী। তার নাম নাসিম নামাজি। তাদের সবাইকে গুপ্তচর বৃত্তির অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল।

তেহরান প্রায়ই দেশে মোসাদের কার্যক্রম বানচাল করার দাবি করে, কিন্তু এ ধরনের দাবির সত্যতা অস্পষ্ট।

ইরান এর আগে ইসরাইলসহ দেশে কাজ করা বিদেশি এজেন্টদের গ্রেপ্তারের ঘোষণা দেয়।

ইরানের বিচার বিভাগ সূত্র জানায়, এ মাসের শুরুর দিকে একজন ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ওই ব্যক্তিকে ইসরায়েলের গোয়েন্দা সংস্থার সঙ্গে কাজ করার জন্য দোষী সাব্যস্ত হওয়ার পর মৃত্যুদণ্ড দেওয়া হয়।

বিচার বিভাগের ‘মিজান’ অনলাইন বলেছে, ওই ব্যক্তিকে চিরশত্রু ইহুদিবাদী শাসকদের সুবিধার জন্য গোয়েন্দা সহযোগিতা এবং গুপ্তচরবৃত্তির জন্য দোষী সাব্যস্ত করা হয়। তাকে জনসাধারণের শৃঙ্খলা ব্যাহত করার লক্ষ্যে মোসাদকে তথ্য সংগ্রহ ও সরবরাহ করার জন্য দোষী সাব্যস্ত করা হয়েছিল।

সূত্র: দ্য টাইমস অব ইসরায়েল

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।