ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মেক্সিকোর মোরেলোসে বন্দুক হামলায় নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০২ ঘণ্টা, মে ১৩, ২০২৪
মেক্সিকোর মোরেলোসে বন্দুক হামলায় নিহত ৮

মেক্সিকোর মোরেলোস প্রদেশে বন্দুক হামলায় ৮ জন নিহত হয়েছেন। গত শনিবার (১১ মে) পর্যটন শহর কুয়ের্নাভাকার সাথে রাজধানীকে সংযোগকারী হাইওয়ের কাছে অবস্থিত হুইটজিলাক পৌরসভায় এই হামলার ঘটনা ঘটে।

 

মোরেলোস প্রসিকিউটর অফিস জানিয়েছে, এই হামলায় নিহতদের মধ্যে চারজন ঘটনাস্থলেই মারা যান। বাকি চারজন মারা যান হাসপাতালে।

মেক্সিকো সিটির বাসিন্দাদের জন্য পর্যটন কেন্দ্র হিসেবে মোরেলোস খুবই জনপ্রিয়। এটি গুয়েরেরো প্রদেশের সীমানায় অবস্থিত, জঙ্গল এবং পাহাড় বেষ্টিত এই অঞ্চলটিতে অবৈধ কাঠ চোরাকারবারিদেরও উপদ্রপ রয়েছে। তাছাড়া বিভিন্ন ড্রাগ কার্টেল গুলোও সক্রিয়। কারণ গা ঢাকা দেওয়ার জন্য মেক্সিকো সিটির সবচে কাছের মফশ্বল শহর এটি।  

এর আগে গত বছরের নভেম্বরে কুয়ের্নাভাকাতে পুলিশ এবং কথিত অপরাধীদের মধ্যে বন্ধুকযুদ্ধে নয়জন নিহত হয়েছিল। খবর এবিসি নিউজ

সরকারি পরিসংখ্যান অনুসারে, ২০০৬ সালে মাদকবিরোধী অভিযানে মেক্সিকান সামরিক বাহিনী মাঠে নামার পর থেকে  প্রায় ৪ লাখ ৫০ হাজার মানুষ খুন হয়েছেন।

 

বাংলাদেশ সময়: ১১০২ ঘণ্টা, মে ১৩, ২০২৪

এমএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।