ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

তীব্র তাপপ্রবাহে বিহারে ১৯ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৩ ঘণ্টা, মে ৩১, ২০২৪
তীব্র তাপপ্রবাহে বিহারে ১৯ জনের মৃত্যু

তীব্র তাপপ্রবাহে ভারতের বিহার রাজ্যে অন্তত ১৯ জনের প্রাণ গেছে। সেখানে তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে।

রাজ্যের আওরঙ্গবাদে অন্তত ১২ জনের প্রাণহানি ঘটেছে।  

বৃহস্পতিবার নির্বাচনী দায়িত্বে থাকা এক কর্মীসহ কাইমুর জেলায় চারজন মারা গেছেন। অন্যদিকে তীব্র তাপপ্রবাহে ভোজপুর জেলার আরায় তিনজনের মৃত্যু হয়েছে। খবর ইকোনোমিক টাইমসের।

কাইমুরের মোহানিয়া মহকুমা হাসপাতালের চিকিৎসক সাহিল রাজ বৃহস্পতিবার বলেন, হিটস্ট্রোকের শিকার হয়ে এ পর্যন্ত ৪০ জন হাসপাতালে এসেছেন।  

তিনি বলেন, এর মধ্যে এক ভোটকর্মীসহ দুই ব্যক্তি মারা গেছেন। এক পুলিশ সদস্য হাসপাতালে এসেছেন। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। অনেককে চিকিৎসা দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। আবার অনেকের চিকিৎসা চলছে।

মোহানিয়া থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক সতীশ কুমার রবি বলেন, হিট স্ট্রোকে মারা যাওয়া চারজনের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

ভোজপুর জেলা ম্যাজিস্ট্রেট মহেন্দ্র কুমার বলেন, তিনজনের মৃত্যুর খবর জানা গেছে। এর মধ্যে একজন বাড়ির দারোয়ান। তাকে হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি। এ ছাড়া জগদীশপুরে দায়িত্বে থাকা একজন প্রিসাইডিং কর্মকর্তাও মারা গেছেন।

আওরঙ্গবাদ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলেন, তাপপ্রবাহের কারণে সেখানে ১২ জনের প্রাণ গেছে। বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ২০ জন।

বাংলাদেশ সময়: ১২৩১ ঘণ্টা, মে ৩১, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।