ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতে মন্দিরে পদদলিত হয়ে নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০০ ঘণ্টা, আগস্ট ১২, ২০২৪
ভারতে মন্দিরে পদদলিত হয়ে নিহত ৭

ভারতে এক মন্দিরে পদদলিত হয়ে অন্তত সাত জনের মৃত্যু হয়েছে।

রোববার রাতে বিহার রাজ্যের জেহনাবাদের মখদুমপুরের বাবা সিদ্ধনাথ মন্দিরের এ ঘটনায় আরও প্রায় ৩৫ জনের মতো আহত হয়েছেন।

নিহতদের মধ্যে এদের মধ্যে পাঁচজন নারী ও দুইজন পুরুষ।

রাতে পুজা উপলক্ষ্যে জনপ্রিয় এই শিবমন্দিরটিতে বহু মানুষ জড়ো হয়েছিলেন। হঠাৎ ভিড়ের মধ্যে হুড়োহুড়ি শুরু হলে, কে কার আগে মন্দির থেকে বের হতে পারেন সে চেষ্টা করছিলেন।  তখন ভিড়ের ধাক্কায় অনেকেই পড়ে যান। আর এই সময় মৃত্যরু ঘটনা গুলো ঘটে।  
  
জেহনাবাদের জেলা প্রশাসক অলংকৃতা পাণ্ডে জানিয়েছেন, পদদলনের ঘটনায় সাতজনের মৃত্যু হয়েছে। আমরা সবকিছু পর্যবেক্ষণ করেছি আর পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে।

এই শিবমন্দিরে শ্রাবণ মাসে বেশি ভিড় থাকে। রোববার রাতেও পুজায় যোগ দিতে অনেক লোক সেখানে এসেছিলেন। কিন্তু মন্দিরে ভিড় নিয়ন্ত্রণের ব্যবস্থা ভালো ছিল না। স্বেচ্ছাসেবকরা ভিড় নিয়ন্ত্রণে এক পর্যায়ে লাঠিপেটা করে। এ রকম এক পরিস্থিতিতেই পদদলনের ঘটনাটি ঘটে।  

 

বাংলাদেশ সময়: ১১৫৮ ঘণ্টা,আগস্ট ১১,২০২৪
এমএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।