ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মেক্সিকোতে বাস খাদে পড়ে ১৯ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৩ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২৪
মেক্সিকোতে বাস খাদে পড়ে ১৯ জন নিহত

মেক্সিকোতে বাস দুর্ঘটনায় ১৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন।

যাত্রীবাহী ওই বাসকে পেছন থেকে একটি ট্রাক্টর ট্রেইলার ধাক্কা দিলে এটি নিয়ন্ত্রণ হারায় ও খাদে পড়ে যায়।

খাদ থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে এবং আহতদের হাসপাতালে নিয়ে গেছেন স্থানীয় উদ্ধার কর্মীরা।

আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন জানিয়েছে, শনিবার (২৬ অক্টোবর) বাসটি যুক্তরাষ্ট্র-মেক্সিকোর সীমান্ত রাজ্য চিহুয়াহুয়া শহর চিউদাদ জুয়ারেজের দিকে যাচ্ছিল। পথে জাকাতেকাসে মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।  

জেকাতেকাস গভর্নর ডেভিড মনরিয়ার স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, প্রাথমিকভাবে ২৪ জন নিহতের খবর পাওয়া গেছে। তবে পরবর্তীতে রাজ্যের অ্যাটর্নি জেনারেল অফিসের পক্ষ থেকে প্রকৃত নিহতের সংখ্যা ১৯ বলে জানানো হয়। দুর্ঘটনার কারণ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তবে তার আগেই ট্রাক্টর ট্রেইলারের চালককে গ্রেপ্তার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯৩৮ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২৪
এসএএইচ     

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।