ঢাকা, বৃহস্পতিবার, ৭ ফাল্গুন ১৪৩১, ২০ ফেব্রুয়ারি ২০২৫, ২০ শাবান ১৪৪৬

আন্তর্জাতিক

গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদে সংস্থা গঠন করছে ইসরায়েল  

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২৫
গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদে সংস্থা গঠন করছে ইসরায়েল  

ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তারা গাজা থেকে ফিলিস্তিনিদের ‘স্বেচ্ছায় প্রস্থান’-এর বিষয়টি সঠিক ভাবে পরিচালনা করার জন্য একটি সরকারি সংস্থা গঠন করছে।  

মনে করা হচ্ছে এই পদক্ষেপ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত জাতিগত নির্মূল পরিকল্পনার অংশ।

তবে এই প্রস্তাব নিয়ে বিতর্ক চলছে, কারণ এটি ফিলিস্তিনিদের ভূমি ও অধিকারের প্রশ্নে জটিলতা তৈরি করেছে।

তবে এখন পর্যন্ত সংস্থাটির কার্যক্রম কেমন হবে সে ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি।   

অন্যদিকে, মিশর গাজাবাসীদের তাদের ভূমি থেকে উচ্ছেদ না করে অঞ্চলটির পুনর্গঠনের জন্য একটি পরিকল্পনা হাতে নিয়েছে। এই পরিকল্পনা মূলত ট্রাম্পের প্রস্তাবের বিপরীত একটি উদ্যোগ।  

মিশরের এই উদ্যোগে গাজার ভেতরেই ‘নিরাপদ এলাকা’ তৈরি করার কথা বলা হয়েছে, যেখানে ফিলিস্তিনিরা প্রাথমিকভাবে বসবাস করতে পারবেন। একই সময়ে, মিশরীয় এবং আন্তর্জাতিক নির্মাণ সংস্থাগুলো গাজার অবকাঠামো মেরামত ও পুনর্নির্মাণের কাজ চালাবে।

মিশরের রাষ্ট্রীয় সংবাদপত্র আল-আহরাম জানিয়েছে, এই পরিকল্পনা নিয়ে মিশরের কর্মকর্তারা ইউরোপীয় কূটনীতিক, সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের কর্মকর্তাদের সাথে আলোচনা করছেন।  

তারা গাজা পুনর্গঠনের জন্য একটি আন্তর্জাতিক সম্মেলনের মাধ্যমে তহবিল সংগ্রহের উপায় নিয়েও কথা বলছেন।  প্রস্তাবটি এখনও আলোচনার পর্যায় রয়েছে।

মিশরের এই পরিকল্পনা যদি বাস্তবায়িত হয়, তবে তা গাজাবাসীদের জন্য কিছুটা স্বস্তি বয়ে আনতে পারে। তবে এর সফলতা অনেকাংশে নির্ভর করবে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন এবং সহযোগিতার ওপর।

সূত্র: আল জাজিরা

বাংলাদেশ সময়: ১১২১ ঘণ্টা, ফেব্রুয়াবি ১৮, ২০২৫
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।