ঢাকা, বুধবার, ১৮ চৈত্র ১৪৩১, ০২ এপ্রিল ২০২৫, ০৩ শাওয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

গাজায় ১৫ মরদেহ পাওয়ার খবর জানাল রেড ক্রিসেন্ট

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১১ ঘণ্টা, মার্চ ৩১, ২০২৫
গাজায় ১৫ মরদেহ পাওয়ার খবর জানাল রেড ক্রিসেন্ট

ফিলিস্তিন রেড ক্রিসেন্ট সোসাইটি (পিআরসিএস) জানিয়েছে, দক্ষিণ গাজার রাফাহ থেকে ১৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এক সপ্তাহ আগে সংস্থাটির উদ্ধারকর্মীরা ইসরায়েলি বাহিনীর হামলার মুখে পড়েছিল।

রোববার (৩০ মার্চ) প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটি (পিআরসিএস) জানায়, নিহতদের মধ্যে আটজন তাদেরই কর্মী। আর বাকি ছয়জন বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর সদস্য। তাদের এক উদ্ধারকর্মী এখনো নিখোঁজ। একজনকে জাতিসংঘের সংস্থার কর্মী হিসেবে শনাক্ত করা হয়েছে।  

পিআরসিএস জানায়, নিহতরা তাদের মানবিক দায়িত্ব পালনের সময় ইসরায়েলি দখলদার বাহিনীর লক্ষ্যবস্তুতে পরিণত হন। তারা রাফাহর হাশাশিন এলাকায় ইসরায়েলি গোলাবর্ষণে আহত বেশ কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য যাচ্ছিলেন।  

সংস্থাটি জানায়, রেড ক্রিসেন্টের চিকিৎসকদের ওপর ইসরায়েলি দখলদারদের হামলা আন্তর্জাতিক মানবিক আইনের অধীনে শাস্তিযোগ্য যুদ্ধাপরাধ হিসাবে বিবেচিত হতে পারে। ইসরায়েলি দখলদাররা পুরো পৃথিবীর চোখের সামনে ওই আইন লঙ্ঘন করে চলেছে।

আগের এক বিবৃতিতে রেড ক্রিসেন্ট জানায়, মরদেহগুলো বালিতে পুঁতে ফেলার কারণে সেগুলো উদ্ধার করতে কষ্ট হয়েছে। কিছু দেহে পচন ধরে গেছে।

সংস্থাটির চেয়ারম্যান ইউনিস আল-খাতিব ইসরায়েলের নিন্দা জানিয়ে বলেন, মানবিক সহায়তা দিতে যাওয়া কর্মীদের ইসরায়েল লক্ষ্যবস্তুতে পরিণত করছে। এমন ঘটনা যদি অন্য কোথাও ঘটত, তাহলে এই যুদ্ধাপরাধ নিয়ে পুরো পৃথিবী আকাশ-পাতাল কাঁপিয়ে তুলত।

গত সপ্তাহে ইসরায়েলি সামরিক বাহিনী সংবাদ সংস্থা এএফপিকে জানায়, তারা অ্যাম্বুলেন্স এবং আগুন নেভানোর ট্রাকে গুলি চালিয়েচিল। তারা যানবাহনগুলোকে ‘সন্দেহজনক’ বলে চিহ্নিত করেছিল।

ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য বাসেম নাইম অ্যাম্বুলেন্সে হামলার নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, আন্তর্জাতিক মানবিক আইনের অধীনে সুরক্ষিত উদ্ধারকর্মীদের হত্যা জেনেভা কনভেনশনের স্পষ্ট লঙ্ঘন ও যুদ্ধাপরাধ।

অফিস ফর দ্য কোঅর্ডিনেশন অব হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্সের প্রধান টম ফ্লেচার বলেন, ১৮ মার্চ গাজায় যুদ্ধবিরতি ভেঙে হামলা চালানো শুরু হয়। পরে ইসরায়েলি বিমানগুলো ঘনবসতিপূর্ণ এলাকায় হামলা চালায়। এতে রোগীরা তাদের হাসপাতালের বিছানায় মারা যান। অ্যাম্বুলেন্সে গুলি করা হয়, ফার্স্ট রেসপন্ডারদের হত্যা করা হয়।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, মার্চ ৩১, ২০২৫
এমএইচডি/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।