ঢাকা, বুধবার, ১৮ চৈত্র ১৪৩১, ০২ এপ্রিল ২০২৫, ০৩ শাওয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

খনিজ চুক্তি নিয়ে জেলেনস্কিকে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, মার্চ ৩১, ২০২৫
খনিজ চুক্তি নিয়ে জেলেনস্কিকে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত খনিজ চুক্তির সর্বশেষ সংস্করণ প্রত্যাখ্যান করার আগে জেলেনস্কিকে দুবার ভাবার জন্য তিনি সতর্ক করেছেন।

গত ফেব্রুয়ারিতে হোয়াইট হাউজে জেলেনস্কির ক্ষোভের ফলে প্রস্তাবিত খনিজ চুক্তিটি বাতিল হয়ে যায়। আগের ওই খসড়ার চেয়ে নতুন প্রস্তাব অনেক কঠিন বলে জানা গেছে।

ট্রাম্প বারবার দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে যে কয়েকশ বিলিয়ন ডলার সহায়তা দিয়েছে, তার ক্ষতিপূরণ কিয়েভকে তাদের খনিজ সম্পদের মাধ্যমে দিতে হবে। শুরুতে এই চুক্তির মূল লক্ষ্য ছিল বিরল খনিজসম্পদ।  

চুক্তির আগের একটি খসড়া মার্চের শুরুর দিকে সইয়ের কথা ছিল, তবে ওভাল অফিসের এক বৈঠকে ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের সঙ্গে জেলেনস্কি প্রকাশ্যে বাগবিতণ্ডায় জড়ালে সেটি হঠাৎ ভেস্তে যায়।

এরপর ইউক্রেনকে সমস্ত সামরিক সহায়তা এবং গোয়েন্দা তথ্য দেওয়া সাময়িকভাবে বন্ধ করে দেয় যুক্তরাষ্ট্র। তখন জেলেনস্কি আলোচনা আবারও শুরু করতে তার ইচ্ছার ইঙ্গিত দেন। যদিও তিনি এখনো জোর দিয়ে বলছেন, যুক্তরাষ্ট্রের কাছে ইউক্রেন কোনোভাবে ঋণী নয়।

শুক্রবার জেলেনস্কি নিশ্চিত করেন, চুক্তির একটি নতুন খসড়া প্রস্তাব পেয়েছে ইউক্রেন। তবে তিনি দাবি করেন, এমন অনেক বিষয় রয়েছে যা আগে আলোচনা করা হয়নি। এমন কিছু বিষয়ও রয়েছে, যা পক্ষগুলো আগে প্রত্যাখ্যান করেছিল।

পরে রোববার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের কাছে ট্রাম্প অভিযোগ করেন, জেলেনস্কি প্রস্তাবিত চুক্তি থেকে সরে আসার চেষ্টা করেছিলেন। তিনি বলেন, “আমরা বিরল খনিজসম্পদ নিয়ে একটি চুক্তি করেছি। আর এখন তিনি (জেলেনস্কি) বলছেন, ‘আচ্ছা, আমি নতুন করে আলোচনা করতে চাই’... যদি তিনি চুক্তিটি নিয়ে পুনরায় আলোচনা করতে চান, তবে তিনি বড় সমস্যায় পড়বেন। ” 

ট্রাম্প আরও বলেন, ইউক্রেনের ন্যাটোতে যোগদানের আকাঙ্ক্ষা ছাড়া উচিত। জেলেনস্কি ন্যাটোর সদস্য হতে চান। কিন্তু তিনি কখনোই তা পারবেন না, এটা তিনি বোঝেন।

প্রস্তাবের সর্বশেষ সংস্করণটি আগের চেয়ে কঠিন হচ্ছে। প্রস্তাবিত চুক্তি অনুযায়ী, ২০২২ সালে রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়ানোর পর থেকে যুক্তরাষ্ট্র যে সহায়তা দিয়েছে, তা পুরোপুরি ফেরত পাবে। সেই সঙ্গে, কিয়েভ যৌথ খনিজ উত্তোলন তহবিল থেকে কোনো মুনাফা পাওয়ার আগেই পুরো টাকার ওপর ৪ শতাংশ বার্ষিক সুদ নির্ধারণ করা হবে।

জার্মানির কিয়েল ইনস্টিটিউটের তথ্য অনুসারে, ২০২২ সাল থেকে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে ১২৩ বিলিয়ন ডলারেরও বেশি সামরিক ও আর্থিক সহায়তা দিয়েছে। তবে ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের প্রকৃত ব্যয় ৩০০ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে।

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, মার্চ ৩১, ২০২৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।