ঢাকা, সোমবার, ১ বৈশাখ ১৪৩২, ১৪ এপ্রিল ২০২৫, ১৫ শাওয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ডোমিনিকান প্রজাতন্ত্রে নাইটক্লাবের ছাদ ধসে নিহত ৭৯

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৫ ঘণ্টা, এপ্রিল ৯, ২০২৫
ডোমিনিকান প্রজাতন্ত্রে নাইটক্লাবের ছাদ ধসে নিহত ৭৯

ক্যারিবীয় দেশ ডোমিনিকান প্রজাতন্ত্রের রাজধানী সান্তো ডোমিঙ্গোতে একটি নাইটক্লাবের ছাদ ধসে অন্তত ৭৯ জন নিহত ও ১৫০ জনের বেশি আহত হয়েছেন বলে জানিয়েছেন সেখানকার কর্মকর্তারা। খবর বিবিসির।

নিহতদের মধ্যে ছিলেন প্রাদেশিক গভর্নর এবং মেজর লিগ বেসবলের সাবেক পিচার অক্টাভিও ডোটেল। ৫১ বছর বয়সী ডোটেলকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হলেও হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

মঙ্গলবার ভোররাতে জনপ্রিয় মেরেংগে (এক ধরনের সংগীতশৈলী) গায়ক রুবি পেরেজের কনসার্ট চলাকালে জেট সেট নাইটক্লাবে দুর্ঘটনাটি ঘটে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের তালিকায় রুবি পেরেজও ছিলেন বলে জানা যায়।

নাইটক্লাবটিতে দুর্ঘটনার সময় শত শত মানুষ উপস্থিত ছিলেন। প্রায় ৪০০ জন উদ্ধারকর্মী ধ্বংসস্তূপের নিচে জীবিতদের সন্ধানে অভিযান চালিয়ে যাচ্ছেন। আশঙ্কা করা হচ্ছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

জরুরি পরিষেবা কার্যক্রম পরিচালনা কেন্দ্রের পরিচালক হুয়ান ম্যানুয়েল মেন্ডেজের আশা, ধসে পড়া ছাদের নিচে যারা আটকে পড়েছেন, তাদের অনেকেই এখনো জীবিত আছেন।

জেট সেট সান্তো ডোমিঙ্গোর একটি জনপ্রিয় নাইটক্লাব, যেখানে প্রতি সোমবার সন্ধ্যায় নিয়মিত নৃত্যসঙ্গীতের কনসার্ট অনুষ্ঠিত হয়। দুর্ঘটনার সময় ক্লাবটিতে রাজনীতিবিদ, ক্রীড়াবিদসহ অনেক বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন।

মন্তে ক্রিস্তি প্রদেশের গভর্নর নেলসি ক্রুজও নিহতদের মধ্যে রয়েছেন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট লুইস আবিনাদার। নেলসি ছিলেন সাতবার মেজর লিগ বেসবল অল-স্টার নির্বাচিত হওয়া সাবেক খেলোয়াড় নেলসন ক্রুজের বোন।

বাংলাদেশ সময়: ০৭৪৯ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০২৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।