ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইয়েমেনে হুথি বিদ্রোহীদের ‘ক্ষমতা দখল’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৫
ইয়েমেনে হুথি বিদ্রোহীদের ‘ক্ষমতা দখল’ ছবি : সংগৃহীত

ঢাকা: ইয়েমেনের সংসদ ভেঙে দিয়ে ক্ষমতা দখলের ঘোষণা দিয়েছে শিয়াপন্থি হুথি বিদ্রোহীরা। একইসঙ্গে রাষ্ট্র পরিচালনার জন্য একটি প্রেসিডেন্সিয়াল কাউন্সিলও গঠন করেছে তারা।



শুক্রবার (৬ ফেব্রুয়ারি) টেলিভিশনে সম্প্রচারিত এক বিবৃতিতে বিদ্রোহীদের মুখপাত্র এ ঘোষণা দেন।

বিবৃতিতে জানানো হয়, সংসদ বিলুপ্তির পর গঠিত প্রেসিডেন্সিয়াল কাউন্সিল অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালন করবে।

গত সেপ্টেম্বরে রাজধানী সানা দখলের পর জানুয়ারিতে প্রেসিডেন্ট আবদে রাবু মনসুর হাদিকে পদত্যাগে বাধ্য করে বিদ্রোহীরা।

সংবাদ মাধ্যমগুলো বলছে, জাতিসংঘের মধ্যস্থতায় শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর বৃহস্পতিবার ক্ষমতা দখলের এ ঘোষণা এলো বিদ্রোহীদের পক্ষ থেকে।

বর্তমান রাজনৈতিক সংকট নিরসনে বুধবার (৪ ফেব্রুয়ারি) পর্যন্ত সরকারসহ সকল রাজনৈতিক দলকে সময়ও বেধে দিয়েছিল বিদ্রোহীরা। কিন্তু সময় পেরিয়ে যাওয়ায় এবং জাতিসংঘের আলোচনা ব্যর্থ হওয়ায় শেষ পর্যন্ত ক্ষমতা দখলই করলো হুথি গোষ্ঠী।

বাংলাদেশ সময়: ২২১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।