ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আস্থা ভোটে টিকে গেলেন টনি অ্যাবোট

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৫
আস্থা ভোটে টিকে গেলেন টনি অ্যাবোট

ঢাকা: নেতৃত্বের আস্থা ভোটে টিকে গেলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবোট। বিজয়ের পর তিনি দলের মধ্যে সব ধরনের বিভেদ ভুলে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন।



তিনি বলেন, আপনি যখন একটি সরকারকে নির্বাচিত করেন, একজন প্রধানমন্ত্রী নির্বাচিত করেন তখন আপনার মনের পরিবর্তনের সুযোগ না আসা পর্যন্ত সে প্রধানমন্ত্রী ও সরকারের ওপর ভরসা রাখতে হবে।

তিনি বলেন, এ মুহূর্তে এখন আমাদের প্রধান লক্ষ্য আরো কর্মসংস্থান সৃষ্টি করা, শক্তিশালী অর্থনীতি তৈরি করে জাতিকে নিরাপদ রাখা।

সম্প্রতি এক অস্ট্রেলিয়ানের নাইটহুড প্রিন্স ফিলিপকে দেওয়ার জন্য তীব্র সমালোচনার মধ্যে পড়েন টনি অ্যাবোট।

এছাড়া তার দল সম্প্রতি কুইনসল্যান্ড নির্বাচনে হেরে একপ্রকার কোনঠাসা হয়ে পড়ে। ধারণা করা হচ্ছে, নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হওয়ার টনি অ্যাবোটের জনপ্রিয়তা কমেছে। এরপরই আস্থা ভোটের আহ্বান করেন অ্যাবোট।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।