ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আম আদমি এগিয়ে ২২ আসনে, বিজেপি ১৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫
আম আদমি এগিয়ে ২২ আসনে, বিজেপি ১৩

ঢাকা: দিল্লির বিধান সভার ভোট গণনা শুরু হয়েছে। মঙ্গলবার সকাল আটটায় ১৪টি কেন্দ্রে রক্ষিত ২০ হাজার ইলেক্ট্রিক ভোটিং মেশিনে (ইভিএম) একযোগে শুরু হয় এ্ ভোট গণনা।



ভারতীয় পত্রিকা হিন্দুস্তান টাইমসে প্রকাশিত সর্বশেষ ফলাফল অনুযায়ী অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি (এএপি)২২টি আসনে এগিয়ে রয়েছে। ১৩টি আসনে এগিয়ে থেকে তাদের ঠিক পেছনেই অবস্থান করছে কেন্দ্রে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। অপরদিকে দিল্লির সাবেক ক্ষমতাসীন কংগ্রেস এগিয়ে রয়েছে মাত্র দু’টি আসনে।

ইভিএম মেশিনে দ্রুতগতিতে ভোট গণনা চলার কারণে আর অল্প কিছুক্ষণের মধ্যেই ৭০টি আসনে চূড়ান্ত ফলাফল এসে যাবে।

বাংলাদেশ সময়: ০৯১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।