ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বিচারবহির্ভূত হত্যার স্বীকারোক্তি ইসরায়েলি পুলিশের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫
বিচারবহির্ভূত হত্যার স্বীকারোক্তি ইসরায়েলি পুলিশের ছবি: সংগৃহীত

ঢাকা: একজন আরব বেদুইনকে বিচারবহির্ভূতভাবে হত্যার স্বীকারোক্তি দিয়েছেন ইসরায়েলের এক পুলিশ কর্মকর্তা। আলোচিত ওই হত্যাকাণ্ডের জের ধরে দেশটির পুলিশের সঙ্গে দক্ষিণাঞ্চলের বেদুইনদের ব্যাপক সংঘর্ষের ঘটনাও ঘটেছিল।

সেই সংঘর্ষে আরও একজনের মৃত্যু হয়েছিল।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যমে পাঠানো পুলিশের গোয়েন্দা শাখার এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, অভিযুক্ত পুলিশ কর্মকর্তা গত জানুয়ারিতে রাহাত শহরে সামি আল-জার নামে ২০ বছর বয়সী এক আরব বেদুইনকে বিচারবহির্ভূতভাবে গুলি করে হত্যার কথা স্বীকার করেছেন।

ঘটনার গ্রেফতার হয়ে সামিকে হত্যার কথা প্রথমে অস্বীকার করলেও গোয়েন্দা বিভাগের তদন্তে স্বীকারোক্তি দেন ওই কর্মকর্তা।

জানুয়ারির মাঝামাঝি সময়ে রাহাত শহরে মাদক ব্যবসায় সন্দেহভাজন একটি বাড়িতে অভিযান চালায় ইসরায়েলি পুলিশ। এসময় দুর্বৃত্তরা অভিযান পরিচালনাকারীদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করতে লাগলে পুলিশ গুলি চালায়। এক পর্যায়ে দুর্বৃত্তদের সঙ্গে পুলিশের ‘ক্রসফায়ারে’ নিহত হন সামি।

পরে সামির জানাজাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় বেদুইনরা। ওই সংঘর্ষে আরও এক বেদুইন নিহত ও ২২ জন আহত হয়।

দুই বেদুইন হত্যার প্রতিবাদে ধর্মঘট ডাকে ইসরায়েলের মোট জনগোষ্ঠীর ২০ শতাংশ আরবরা।

জানুয়ারিতেই প্রকাশিত এক বিবৃতিতে লিগাল সেন্টার ফর আরব মাইনরিটি রাইটস ইন ইসরায়েলের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়, পুলিশ আরব বসতিতে অভিযান ও তাদের বিক্ষোভ চলাকালে ক্ষমতার অপব্যবহার করেছে।

নানামুখী সমালোচনার প্রেক্ষিতে শেষ পর্যন্ত ওই ঘটনার তদন্ত গোয়েন্দা শাখাকে দিতে বাধ্য হয় প্রশাসন।

বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।