ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পেশোয়ারে মসজিদে বিস্ফোরণে নিহত কমপক্ষে ২২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৫
পেশোয়ারে মসজিদে বিস্ফোরণে নিহত কমপক্ষে ২২

ঢাকা: পাকিস্তানের পেশোয়ারে একটি শিয়া মসজিদে বোমা বিস্ফোরণে কমপক্ষে ২২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৬৫ জন।



ডন অনলাইনের খবরে বলা হয়, শুক্রবার জুমার নামাজের সময় খাইবার পাখতুনখাওয়ার রাজধানী পেশোয়ারের ইমামবারগার কাছে হায়াতাবাদে ওই হামলা চালানো হয়। ঘটনাস্থল থেকে প্রচণ্ড গোলাগুলি শুনতে পেয়েছেন স্থানীয়রা। সেখান থেকে ঘন কালো ধোঁয়া উঠতেও দেখেছেন তারা।

পুলিশ জানায়, নামাজের সময় হঠাৎ করে বন্দুকধারীরা মসজিদে ঢুকেই নির্বিচারে গুলি করা শুরু করে। পরে তারা তিনটি শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটায়। ধারণা করা হচ্ছে, বোমাগুলো গ্রেনেড।

খবের বলা হয়, নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে অভিযান চালাচ্ছে। কাউকে ভেতেরে ঢুকতে দেওয়া হচ্ছে না। বন্দুকধারীদের সঙ্গে তাদের গুলিবিনিময় চলছে।

এখন পর্যন্ত কেউই হামলা দায় স্বীকার করেনি।

দুই সপ্তাহ আগে শিকারপুরে বোমায় ৬১ জন নিহতের পর এটিই সবচেয়ে বড় হামলার খবর।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৫/আপডেট: ১৬৫০ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।