ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভালবাসার আলিঙ্গনে ছয় হাজার বছর!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫
ভালবাসার আলিঙ্গনে ছয় হাজার বছর!

ঢাকা: গ্রিসের দক্ষিণাঞ্চলে আলেপোত্রাইপা গুহা প্রাগৈতিহাসিক নিদর্শনের ভাণ্ডার হিসেবে খ্যাত। ২০১৩ সালে এখানকার প্রায় ছয় হাজার বছরের প্রাচীন একটি সমাধি খুঁড়ে আলিঙ্গনাবদ্ধ এক যুগলের দেহাবশেষ খুঁজে পান দেশটির নৃতত্ত্ববিদেরা।



গবেষক দলের এক সদস্য আনাতাসিয়া জানান, দু’বছর আগে কঙ্কাল দু’টি আবিষ্কার করা হলেও, ডিএনএ পরীক্ষায় তাদের লিঙ্গ নির্ধারণের পর চলতি সপ্তাহেই এ তথ্য প্রথম প্রকাশিত হলো।



গ্রিসে এখন পর্যন্ত আবিষ্কৃত কঙ্কালগুলো মধ্যে এ দু’টিই সবচেয়ে প্রাচীন বলে জানান তিনি।



গবেষক দলের ধারণা, ২০ বছরের এ তরুণ-তরুণী আলিঙ্গনরত অবস্থাতে মৃত্যুবরণ করেছিলেন, যেমনটি সমাধি থেকে ওঠানোর সময় তারা দৃঢ় আলিঙ্গনে আবদ্ধ ছিলেন।



ঠিক কী কারণে তাদের মৃত্যু হয়েছিল তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে ডিএনএ পরীক্ষার বাকি রিপোর্টগুলো পাওয়া গেলে একটি অসাধারণ প্রেমের গল্প উন্মোচিত হতে পারে বলে মনে করছেন তারা।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।