ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

গণহত্যায় জড়িত দেড়শ’ বসনীয় সার্বকে বহিষ্কার করবে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৭ ঘণ্টা, মার্চ ১, ২০১৫
গণহত্যায় জড়িত দেড়শ’ বসনীয় সার্বকে বহিষ্কার করবে যুক্তরাষ্ট্র

ঢাকা: যুদ্ধাপরাধের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে দেড়শ’ বসনীয় সার্ব অভিবাসীকে বহিষ্কার করতে যাচ্ছে মার্কিন কর্তৃপক্ষ।

মার্কিন অভিবাসন বিভাগের সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবামাধ্যম জানায়, ১৯৯২-৯৫ সালের বলকান যুদ্ধে সংশ্লিষ্ট থাকতে পারে এমন দেড়শ’ বসনীয় সার্ব অভিবাসীকে দেশে ফেরত পাঠানোর কথা চিন্তা করছে মার্কিন কর্তৃপক্ষ।

গত শতাব্দীর শেষ দশকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানো অন্তত ৩০০ বসনীয় সার্বের ওই যুদ্ধে সংশ্লিষ্ট থাকার সন্দেহ করছে দেশটির গোয়েন্দা কর্তৃপক্ষ। এর মাঝে অন্তত অর্ধেকেরই সেব্রেনিৎসা হত্যাকাণ্ডে সরাসরি সংশ্লিষ্টতা রয়েছে বলে দাবি করেছেন তারা। ওই হত্যাকাণ্ডে অন্তত ৮ হাজার বসনীয় মুসলিম সার্ব নিহত হন।

১৯৯০ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত বসনিয়ার ১ লাখ ২০ হাজারের বেশি অধিবাসী মার্কিন ভিসার জন্য আবেদন করে।

২০০৮ সালে মার্কিন অভিবাসন সংস্থা ‘যুদ্ধাপরাধ’ বিষয়ক একটি বিভাগ চালু করে, যা পরে সাবেক যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে যুক্তরাষ্ট্রে যাওয়া অভিবাসীদের বিষয়ে তদন্ত শুরু করে। এই সংস্থা বলকান যুদ্ধের ওপরই সবচেয়ে বেশি গুরুত্বারোপ করে বলে আন্তর্জাতিক গণমাধ্যম জানায়।

সাড়ে তিন বছরের বলকান যুদ্ধে ১ লাখের বেশি মানুষ নিহত এবং ২০ লাখ মানুষ বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়।

বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, মার্চ ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।