ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সাদ্দামের জন্মস্থান পুনরুদ্ধারের অভিযানে ইরাকি বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০২ ঘণ্টা, মার্চ ২, ২০১৫
সাদ্দামের জন্মস্থান পুনরুদ্ধারের অভিযানে ইরাকি বাহিনী ছবি: সংগৃহীত

ঢাকা: গত বছর ইসলামিক স্টেটের (আইএস) কাছে বেহাত হওয়া তিকরিত শহর পুনরুদ্ধারে অভিযান শুরু করেছে ইরাকি সেনাবাহিনী।

বাগদাদের আল-ইরাকিয়া টিভির বরাত দিয়ে সোমবার (২ মার্চ) এ খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

সাবেক ইরাকি প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের জন্মস্থান এই তিকরিত। গত বছর ১০ জুন তিকরিত শহর দখল করে নেয় ইসলামিক স্টেট। মসুল দখলের পর তিকরিত দখলই ছিলো এই জঙ্গি সংগঠনের দ্বিতীয় বড় সাফল্য।

এর আগে ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি সালাহউদ্দিন অঙ্গরাজ্যে সেনা অধিনায়কদের সাথে সাক্ষাৎ করেন।

ইরাকে ইসলামিক স্টেটের হাতে পতন হওয়া সুন্নি মুসলিম অধ্যুষিত এলাকাগুলোর একটি তিকরিত।

বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, মার্চ ০২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।