ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

দুবাইয়ে বাড়ি ভাড়া কমছে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৮ ঘণ্টা, মার্চ ৩, ২০১৫
দুবাইয়ে বাড়ি ভাড়া কমছে

ঢাকা: চলতি বছরে কয়েক হাজার অ্যাপার্টমেন্ট এবং বাড়ির কাজ শেষ হওয়ায় ২০১৬ সাল থেকে দুবাই শহের উল্লেখযোগ্যহারে বাড়ি ভাড়া কমে যাবে।

রিয়াল এস্টেট কোম্পানি এস্টেকোর সাম্প্রতিক ‘দুবাই সম্পত্তি পর্যালোচনা ২০১৪ হাইলাইট এবং ২০১৫ আউটলুক’ শীর্ষক এক প্রতিবেদনের বরাত দিয়ে এ খবর জানিয়েছে গালফ নিউজ।



প্রতিবেদনে জানানো হয়, দুবাইয়ে গত বছরের শেষ চতুর্থাংশে ২০১৩ সালের একই সময়ের তুলনায় অ্যাপার্টমেন্ট ভাড়া ৭ শতাংশ বেড়েছে। বাড়ি ভাড়াও বেড়েছে ৪ শতাংশ। সেই সঙ্গে অফিস ভাড়া বেড়েছে ১২ শতাংশ।

তবে ধারণা করা হচ্ছে, চলতি বছরের শেষ দ্বিতীয়াংশে আবাসন খরচ অন্তত ৫ শতাংশ কমে আসবে।

এস্টেকোর ব্যবস্থাপনা পরিচালক জন স্টিভেনস জানান, আমিরাতের ভাড়াটিয়াদের জন্য এটি সুখবর। আসছে মাসগুলোয় অনেক নতুন বাড়ি এবং অ্যাপার্টমেন্ট প্রস্তুত হবে। অন্তত ১২ হাজার অ্যাপার্টমেন্ট এবং ২ হাজার বাড়ি এ বছরই প্রস্তুত হবে। এই নতুন সরবরাহ দুবাইয়ে ভাড়া কমায় বেশ প্রভাব ফেলবে।

বাংলাদেশ সময়: ১৯০৯ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।