ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বাদ দেওয়া হলো এএপির সেই ২ নেতাকে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫০ ঘণ্টা, মার্চ ৫, ২০১৫
বাদ দেওয়া হলো এএপির সেই ২ নেতাকে ছবি: সংগৃহীত

ঢাকা: আম আদমি পার্টির (এএপি) দুই বিদ্রোহী নেতা যোগেন্দ্র যাদব ও প্রশান্ত ভূষণকে দলের নীতি নির্ধারণকারী প্যানেল থেকে বাদ দিয়েছে দলটি।

বুধবার (৪ মার্চ) সন্ধ্যা পর্যন্ত দলটির পলিটিক্যাল অ্যাফেয়ার্স কমিটির (পিএসি) ছয় ঘণ্টার বৈঠকে জাতীয় নির্বাহী সদস্যদের ভোটাভুটির মাধ্যমে এ সিদ্ধান্ত হয়।



তবে এ বৈঠকে উপস্থিত ছিলেন না এএপির প্রধান দিল্লির মূখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ব্লাড সুগারের চিকিৎসা করাতে তিনি ব্যাঙ্গালোরে অবস্থান করছেন।

পিএসির বৈঠকে অংশগ্রহণকারী আম আদমি পার্টির ২০ নির্বাহী সদস্যের মধ্যে ১১ জন এ দুই নেতার বিপক্ষে ভোট দেন।

এ বিষয়ে যোগেন্দ্র যাদব সাংবাদিকদের জানান, দল আমাদের যে দায়িত্বই দেবে তাই নিয়েই দলের জন্য কাজ করবো।

এ দুই নেতার মধ্যে প্রশান্ত ভূষণ ভারতীয় সুপ্রিম কোর্টের একজন নেতৃস্থানীয় আইনজীবী এবং যোগেন্দ্র যাদবকে একজন রাজনীতি বিশেষজ্ঞ হিসেবে অভিহিত করা হয়।

দিল্লিতে সরকার গঠনের এক মাস পার না হতেই কেজরিওয়ালের বিরুদ্ধে সমালোচনায় মেতে ওঠেন এএপির এ দুই প্রতিষ্ঠাতা সদস্য।

দলটির তিন বছরের ইতিহাসে এটিকে সবচেয়ে বড় সঙ্কটকাল হিসেবে দেখছে রাজনীতি বিশ্লেষকেরা।

এদিকে, দলের এ অবস্থায় টুইটার বার্তায় হতাশা ব্যক্ত করেছেন  কেজরিওয়াল।

এই হতাশা থেকেই পদত্যাগপত্র পাঠানোর এক সপ্তাহের মধ্যেই বুধবার নির্বাহী কমিটির বৈঠকের কিছুক্ষণ আগে পদত্যাগপত্র পাঠান তিনি।

তবে আগের বারের মতো এবারও তার পদত্যাগপত্র প্রত্যাখ্যাত হবে বলেই ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ০৪৫০ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।