ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মালিতে নাইটক্লাবে হামলা, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৩ ঘণ্টা, মার্চ ৭, ২০১৫
মালিতে নাইটক্লাবে হামলা, নিহত ৪ ছবি: সংগৃহীত

ঢাকা: পশ্চিম আফ্রিকার দেশ মালিতে নাইটক্লাবে বন্দুক ও গ্রেনেড হামলায় নিহত হয়েছেন দুই বিদেশি নাগরিক সহ চারজন।

শনিবার (০৭ মার্চ) মালির রাজধানী বামাকোতে এই হামলার ঘটনা ঘটে।

নিহত চারজনের একজন ফ্রান্সের নাগরিক এবং দুইজন মালির অধিবাসী।

নিহতদের তিনজনকে ক্লাবের ভেতর গুলি করে হত্যা করা হয়। নিহত দুই মালিয়ানের একজন পুলিশ কর্মকর্তা। এছাড়া নিহত চতুর্থ জন বেলজিয়ামের অধিবাসী।
ক্লাবের কাছাকাছি রাস্তায় তার গাড়িতে গ্রেনেড ছুড়ে মারা হলে তিনি নিহত হন বলে জানা গেছে।

হামলার পর একটি গাড়ি এবং একটি মোটর সাইকেলে করে হামলাকারী চার ব্যক্তি পালিয়ে যায়। এ সময় তারা আরবিতে আল্লাহু আকবর বলে স্লোগান দেয়।

এদিকে হামলাকারীদের দুইজনকে আটক করা হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে জানান এক ঊর্ধ্বতন গোয়েন্দা কর্মকর্তা।

বেশ কয়েক বছর ধরেই মালির উত্তরাঞ্চলীয় তুয়ারেগ বিদ্রোহী ও ইসলামপন্থি জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করছে দেশটির সেনাবাহিনী। বিদ্রোহীরা রাজধানী
বামাকো দখলের দ্বারপ্রান্তে পৌঁছালে ২০১৩ সালের জানুয়ারিতে মালিতে সেনা পাঠায় ফ্রান্স ও আফ্রিকান ইউনিয়ন।
 
বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।