ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সিরিয়ায় তেল শোধনাগারে হামলায় নিহত ৩০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৫ ঘণ্টা, মার্চ ৯, ২০১৫
সিরিয়ায় তেল শোধনাগারে হামলায় নিহত ৩০ ছবি : সংগৃহীত

ঢাকা: সিরিয়ায় জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) নিয়ন্ত্রিত একটি তেল শোধনাগারে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা জোটের বিমান হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে শোধনাগারের কর্মী ও আইএস জঙ্গি রয়েছে।



রোববার (৮ মার্চ) তুরস্ক সীমান্তের কাছে সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় শহর তেল আবিয়াদের ওই তেল শোধনাগারে এই হামলা চালায় পশ্চিমা বিমান বাহিনী।

বেসামরিক লোকজন নিহত হওয়ার ব্যাপারে সিরিয়ায় আইএস’র বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযানের তত্ত্বাবধানে থাকা মার্কিন টাস্কফোর্সের এক মুখপাত্র দাবি করেন, বরাবরের মতোই এ অভিযোগের তদন্ত চলছে।

ধারণা করা হয়, তেল বাজারজাত করে আইএস দিনে সাড়ে ৮ লাখ থেকে ১৬ লাখ ডলার আয় করে। যদিও এ ব্যাপারে দ্বিমত পেন্টাগন। তাদের মতে, কেবল তেল চোরাচালানে এতো অর্থ আয় অসম্ভব। তেল চোরাচালানের পাশাপাশি আইএসের বিরুদ্ধে মানুষের অঙ্গ-প্রত্যঙ্গের ব্যবসারও অভিযোগ উঠেছে সম্প্রতি।

বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।