ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মাথা ন্যাড়া করে নারীদের প্রতিবাদ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৪ ঘণ্টা, মার্চ ১১, ২০১৫
মাথা ন্যাড়া করে নারীদের প্রতিবাদ ছবি: সংগৃহীত

ঢাকা: দাবি বাস্তবায়নে গড়িমসি চলতে থাকায় মাথা ন্যাড়া করে প্রতিবাদ জানালেন প্রশান্ত মহাসাগর বুকের দেশ ফিলিপাইনের নারীরা।

সমন্বিত কৃষি সংস্কার প্রকল্প (সার্প) নামে একটি সরকারি কর্মসূচি সংশোধন করে এর মেয়াদ আরও দুই বছর বাড়াতে এ সংক্রান্ত একটি বিল অবিলম্বে দেশটির সংসদের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ পাস করতে ব্যর্থ হওয়ায় অভিনব পদ্ধতিতে এ প্রতিবাদ জানালেন তারা।



সম্প্রতি প্রায় ১৫ জন নারী তাদের মাথা ন্যাড়া করে সংসদ সদস্যদের ব্যর্থতার প্রতিবাদ জানিয়ে বিলটি যতো দ্রুত পাস করার দাবি জানান। এসময় তাদের স্লোগানে স্লোগানে উদ্বুদ্ধ করেন আরও শতো শতো বিক্ষোভকারী।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ‘গরীববান্ধব’ এ কর্মসূচির মেয়াদ বাড়াতে সংশ্লিষ্ট বিলটি সংসদের উচ্চকক্ষ সিনেটে পাস হয়ে গেলেও নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ তা পাস করতে গড়িমসি করছে বলে বিক্ষোভকারীদের অভিযোগ রয়েছে।

অবশ্য, এ কর্মসূচির পর সরকারের মধ্যে আলোচনা চলছে। শিগগির বিলটি পাস হয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, মার্চ ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।