ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

শুক্রবার ঘুমের দিন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১২ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৫
শুক্রবার ঘুমের দিন ছবি: সংগৃহীত

ঢাকা: ১৩ মার্চ সারা বিশ্বে পালিত হচ্ছে ‘বিশ্ব নিদ্রা দিবস’। সুনিদ্রার গুরুত্ব বোঝাতে ২০০৮ সাল থেকে প্রতিবছর মার্চ মাসে দিবসটি পালিত হয়ে আসছে।



এবার দিবসটি পালনের জন্য ১৩ মার্চকে (শুক্রবার) বেছে নেওয়া হয়েছে।

বিশ্ব ঘুম দিবস মূলত ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অব স্লিপ মেডিসিনের অর্থায়নে অনুষ্ঠিত বার্ষিক ইভেন্ট।

এক গবেষণায় দেখা গেছে, বিশ্বের অন্তত ১০০ মিলিয়ন মানুষের পর্যাপ্ত ঘুম হয় না। এছাড়া ২২ মিলিয়ন আমেরিকান নিদ্রাহীনতায় ভোগে।
 
বাংলাদেশ সময়: ০৫০২ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।