ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ওবামার ঘোষণার প্রতিবাদে ভেনিজুয়েলায় গণস্বাক্ষর অভিযান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৭ ঘণ্টা, মার্চ ২০, ২০১৫
ওবামার ঘোষণার প্রতিবাদে ভেনিজুয়েলায় গণস্বাক্ষর অভিযান সংগৃহীত

ঢাকা: ভেনিজুয়েলা ‘জাতীয় নিরাপত্তার হুমকি’ ওবামার এমন ঘোষণার প্রতিবাদে গণস্বাক্ষর অভিযান শুরু হয়েছে।

প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সমর্থকদের উদ্যোগে বৃহস্পতিবার ভেনিজুয়েলায় (১৯ মার্চ) এ স্বাক্ষর কর্মসূচি শুরু হয়।

দেশটির ১৩ হাজারেরও বেশি জায়গায় একযোগে স্বাক্ষরগ্রহণ কর্মসূচি চলছে।

১ কোটি স্বাক্ষর সংগ্রহের লক্ষ্যে শুরু করা এই কর্মসূচিতে প্রথম স্বাক্ষর করেন প্রেসিডেন্ট মাদুরো। স্বাক্ষর গ্রহণের লক্ষ্যমাত্রা অর্জিত হওয়ার পর এ পিটিশন হোয়াইট হাউজ বরাবর পাঠানো হবে।

স্বাক্ষর উপলক্ষে রাজধানী কারাকাসের বলিভার স্কয়ারে কয়েকশ’ নাগরিক জড়ো হয়ে নিজেদের সমর্থন জানায় বৃহস্পতিবার।

এর আগে মার্কিন ঘোষণার প্রেক্ষিতে সম্ভাব্য ‘হামলা’ প্রতিহত করতে শনিবার (১৪ মার্চ) থেকে সামরিক মহড়া শুরু করেছে লাতিন আমেরিকার দেশ ভেনিজুয়েলা।   ১০ দিনব্যাপী এই মহড়ায় দেশটির ৮০ হাজার সেনা ও প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ২০ হাজার সমর্থক অংশ নিচ্ছেন।

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, মার্চ ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।