ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কুঠার ‍হামলায় লঙ্কান প্রেসিডেন্টের ভাই নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৬ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৫
কুঠার ‍হামলায় লঙ্কান প্রেসিডেন্টের ভাই নিহত প্রিয়ান্থা সিরিসেনা

ঢাকা: কুঠারের আঘাতে গুরুতর জখম হয়ে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মৈথ্রিপালা সিরিসেনার কনিষ্ঠ ভাই প্রিয়ান্থা সিরিসেনার মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) আহত হওয়ার পর শনিবার (২৮ মার্চ) দেশটির রাজধানী কলম্বোয় এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ত‍ার মৃত্যু হয়।



স্থানীয় সংবাদমাধ্যম জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় কলম্বো থেকে ২১৫ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত প্রেসিডেন্টের নিজ শহর পোলোন্নারুয়ায় এক লোক প্রিয়ান্থার ওপর কুঠার হামলা চালায়। এতে মাথায় গুরুতর জখম হয় তার।

তৎক্ষণাৎ প্রিয়ান্থাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রাজধানী কলম্বোতে নিয়ে যাওয়া হয়। কিন্তু দু’দিন চিকিৎসাধীন থাকার পর শনিবার মারা যান তিনি।

তিন সন্তানের জনক ৪২ বছর বয়সী ব্যবসায়ী প্রিয়ান্থার মৃত্যুর সংবাদ এমন সময় এলো- যখন তার ভাই প্রেসিডেন্ট মৈথ্রিপালা রাষ্ট্রীয় সফরে চীন রয়েছেন।

হামলায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে এবং এ ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

সিরিসেনা পরিবারের ১২ সন্তানের মধ্যে কনিষ্ঠতম ছিলেন প্রিয়ান্থা।

বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।